মঙ্গলবার , ৮ মার্চ ২০২২ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

 ‘হৃদয়ে বাঘাইছড়ি’: নারী দিবসে প্রতিকী সভাপতি জয়া-সম্পাদক এনবি

প্রতিবেদক
পাহাড়ের খবর ডেস্ক
মার্চ ৮, ২০২২ ১:৪০ অপরাহ্ণ

ওমর ফারুক সুমন, বাঘাইছড়ি প্রতিনিধি।

৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসে নারীদের প্রতি সম্মান জানিয়ে বাঘাইছড়ি উপজেলার সামাজিক সংগঠন হৃদয়ে বাঘাইছড়ির প্রতিকী সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একদিনের জন্য দায়িত্ব প্রদান করা হয়েছে “জয়া দে ও এনবি চাকমা” কে।

হৃদয়ে বাঘাইছড়ির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগ এর স্বাক্ষরিত সংগঠনের প্যাডে একদিনের জন্য সভাপতি হিসেবে সংগঠনের মহিলা বিষয়ক সম্পাদক জয়া দে এবং সাধারণ সম্পাদক হিসেবে সদস্য এনবি চাকমা কে দায়িত্ব প্রদানের বিষয়টি প্রকাশিত হয়।

মাহমুদুল হাসান বলেন, এবছর আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে “টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য”। এরই ধারাবাহিকতায় স্বেচ্ছসেবী সংগঠন হৃদয়ে বাঘাইছড়ির প্রতিকী দায়িত্ব প্রদানের মাধ্যমে আমরা বুঝানোর চেষ্টা করেছি জেন্ডার ইকুইটি বিষয়টি নিশ্চিত করতে পারলে টেকশই উন্নয়ন লক্ষমাত্রা সার্থক হবে। জয়া দে ও এনবি চাকমা দীর্ঘদিন ধরেই হৃদয়ে বাঘাইছড়ির সাথে সম্পৃক্ত থাকায় কাজের দক্ষতা ও এক্টিভিটি তাদের যোগ্যাতার পুরুস্কার স্বরূপ আমাদের এই উদ্যোগ।

বাঘাইছড়ির সন্তান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী জয়া দে বলেন, আন্তর্জাতিক নারী দিবস ছোট বেলা থেকে শুনে আসছি তবে বর্তমানে পুরো বিশ্বের ন্যায় বাংলাদেশে এই দিবস টি সুন্দরভাবে পালন করা হচ্ছে এবং নারীদের কল্যাণে নানান আয়োজন করা হচ্ছে, তারই ধারাবাহিকতায় হৃদয়ে বাঘাইছড়ি আমাদের সম্মানিত করায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমার প্রিয় স্বেচ্ছসেবী পরিবার হৃদয়ে বাঘাইছড়ির প্রতি।

ঢাকা আইডিয়াল কলেজের ছাত্রী এনবি চাকমা বলেন, আমরা দুর্গম অঞ্চলে থেকে উপলব্ধি করি এখনো নারীরা অনেক অনেক পিছিয়ে বর্তমানে নারীদের নিয়ে কাজ করে যাচ্ছে সরকারী বেসরকারী অনেক সংস্থা। আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই হৃদয়ে বাঘাইছড়ির প্রতি আমাকে প্রতিকী দায়িত্ব প্রদানের মাধ্যমে অনুপ্রাণিত করার জন্য, ভবিষ্যতে আমি বাংলাদেশের পিছিয়ে পড়া নারীদের জন্য কাজ করবো বলে দৃঢ় প্রত্যয়ী।

হৃদয়ে বাঘাইছড়ির কেন্দ্রীয় সভাপতি মোঃ নজরুল ইসলাম বলেন, আমরা বাঘাইছড়ি উপজেলায় বসবাস করি এই এলাকাটি অত্যান্ত দুর্গম একটি এলাকা এখানের মানুষরা অনেক অনেক সুবিধা থেকে বঞ্চিত যার ফলে আমরা হৃদয়ে বাঘাইছড়ির মাধ্যমে চেষ্টা করি পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের কল্যাণে কাজ করতে বিশেষ করে অস্বচ্ছল ও দরিদ্র পরিবারের নারীদের স্বাস্থ্য সেবা ও টেকশই শিক্ষা নিশ্চিত করতে। আমরা এই প্রতিকী দায়িত্ব প্রদানের মাধ্যমে নারী সমাজকে বুঝাতে চেয়েছি আপনারা কারো বোঝা নন আপনারা মাথা উচু করে চলার জন্য প্রস্তুত থাকবেন সর্বদা।

সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডাঃ মলয় চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামের দুর্গম বাঘাইছড়িতে একদম প্রত্যন্ত অঞ্চলের মানুষদের চিকিৎসা সেবা দিতে গিয়ে আমরা উপলব্ধি করি যতদিন পর্যন্ত এই অঞ্চলের নারীদের সু-শিক্ষা ও সু চিকিৎসা নিশ্চিত করা যাবে না ততদিন পর্যন্ত আমরা জেন্ডার ইউকুইটি নিশ্চিত করতে পারবো না।

আমরা স্বেচ্ছসেবী সংগঠন হৃদয়ে বাঘাইছড়ির মাধ্যমে দুজন নারীকে দায়িত্ব প্রদানের মাধ্যমে সকলের প্রতি আবেদন করছি নারীরা এখন পিছিয়ে থাকার জন্য নয় এগিয়ে যাওয়ার জন্য তারা প্রস্তুত। হৃদয়ে বাঘাইছড়ির এমন ব্যাতিক্রমী উদ্যোগ নারীদের অনুপ্রাণিত করবে বলে মনে করছেন সচেতন নাগরিকগণ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে ওএমএস চাল বিতরণ কার্যক্রম পরিদর্শনে ইউএনও

সমতলের মত পাহাড়েও ব্যাপক উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে-এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলাম

রাঙামাটিতে কমর্রত সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা 

কাপ্তাইয়ে ছাত্রলীগের মানববন্ধন

কর্ণফুলী সরকারি কলেজের সাথে সোনালী ব্যাংকের চুক্তি স্বাক্ষর

পার্বত্যাঞ্চলের আদিবাসী ও পার্বত্য চুক্তিকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র চলছে-সন্তু লারমা

জাতীয় শিশু দিবসে কাপ্তাইয়ে নানান আয়োজন

রাঙামাটি সরকারি কলেজের বিভিন্ন সমস্যা নিরসনের দাবিতে পিসিপি ও এইচডব্লিউএফের মানববন্ধন  

কাপ্তাইয়ে বন বিভাগ ও পুলিশের যৌথ অভিযানে গাড়িসহ কাঠ আটক 

কাউখালীতে বিএনপির লিফলেট বিতরণ

%d bloggers like this: