পার্বত্য জেলা রাঙামাটিতে বিজু, সাংগ্রাই, বৈসু, বিষু, বিহু, সাংক্রাণ উপলক্ষে ঐতিহ্যবাহী গ্রামীণ বলি খেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(১১ এপ্রিল) বিকেলে বিজু, সাংগ্রাই, বৈসু, বিষু, বিহু,সাংক্রাণ উদযাপন কমিটির উদ্যোগে রাঙামাটি চিং হ্লা মং মারী স্টেডিয়ামে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী বলি খেলা।
ঐতিহ্যবাহী এ বলি খেলায় বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় ২০ জন পাহাড়ি বলি(কুস্তিগির) অংশগ্রহণ করেন। এতে ২০ জন বলিকে প্রথম বড় বলি, দ্বিতীয় বড় বলি, তৃতীয় বড় বলি,সাধারণ বলি ও সাধারণ ছোট বলি করে ৫ টি দলে ভাগ করে খেলা পরিচালনা করা হয়।
খেলায় চ্যাম্পিয়ন বলির জন্য প্রথম পুরষ্কার ১০ হাজার টাকা ও রানার্স আপ বলি’র জন্য ৬ হাজার টাকা নির্ধারণ করা হয়।
এসময় সেরা হিসেবে চ্যাম্পিয়ন হয়েছে সৃজন চাকমা ও রানার্স আপ হয়েছে রমেস চাকমা।
রাঙামাটি চিং হ্লা মং মারী স্টেডিয়ামে বলি খেলা দেখতে হাজার হাজার নারী পুরুষ ভিড় জমায়।
আগামীকাল বুধবার ১২ এপ্রিল সকালে রাঙামাটি’র রাজবন বিহার ঘাটে কাপ্তাই হ্রদে ফুল ভাসিয়ে বিশ্ব শান্তির মঙ্গল কামনায় প্রার্থনা করে পুরোনো বছরকে বরণ করবে পাহাড়িরা।