রাঙামাটির লংগদু উজেলায় ৩.৮ কেজি গাঁজা ও একটি ১০০ সিসি মটর বাইক সহ গাঁজা ব্যবসায়ীকে আটক করে লংগদু সেনা জোন।
বুধবার বিকাল ৪ ঘটিকার সময় লংগদু উপজেলার বড়াদম এলাকায় গাজা ব্যাবসায়ী গাজা পরিবহন করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে লংগদু জোনের (তেজস্বী বীর) উপ-অধিনায়ক মেজর মোঃ রিয়াজ আহমেদ পিএসসি এর নেতৃত্বে জোনের একটি টহল টিম ঐএলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
লংগদু ইউনিয়নের বড়াদম এলাকায় রাঙ্গাপানিছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সামনে হতে সন্দেহভাজন এক মোটরসাইকেল আরোহীকে আটক করা হয়। এসময় তল্লাশী করে পরিবহন করা অবস্থায় ৩ কেজি ৮ শত গ্রাম গাঁজা সহ বাইক চালকে আটক করা হয়।
আটককৃতের নাম সম্বংর চাকমা(৫০), তার পিতার নাম গোপাল চন্দ্র চকমা। তার বাড়ী লংগদু সদর ইউনিয়নের দজরপাড়া এলাকায়।
এছাড়াও একটি১০০সিসি মোটরসাইকেল এবং একটি বাটন মোবাইল জব্দ করা হয়।
সন্ধায় আটককৃত ব্যক্তি ও গাঁজাগুলো লংগদু থানার এসআই দয়াল হরির নিকট হস্তান্তর করা হয়।
লংগদু থানা সূত্র জানায়, গাজা সহ আটককৃত ব্যাক্তির ব্যাপারে লংগদু থানায় মাদক পাচারের দায়ে মামলা প্রক্রিয়াধীন।