‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাঘাইছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২০২৫। আজ রবিবার (২৪ আগস্ট) সকাল ১০টায় এ আয়োজন করে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। সহযোগিতা করে দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয়, রাঙামাটি পার্বত্য জেলা।
প্রতিযোগিতায় অংশ নেয় কাচালং সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়, বাঘাইছড়ি উচ্চ বিদ্যালয় এবং মেদিনীপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। উত্তেজনাপূর্ণ এই প্রতিযোগিতায় মেদিনীপুর উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে, আর কাচালং সরকারি মডেল উচ্চ বিদ্যালয় হয় রানার্সআপ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঘাইছড়ি থানার অফিসার-ইনচার্জ মোঃ হুমায়ুন কবীর, কাচালং সরকারি ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রধান কামাল হোসেন মীর এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার বাবু অংজিং মারমা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুল হামিদ। সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বাবু ভদ্র সেন চাকমা।
বিচারকের দায়িত্ব পালন করেন কাচালং সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নব শংকর চাকমা, স্বরনিকা চাকমা ও কনি চাকমা।
বক্তারা বলেন, জাতীয় উন্নয়ন ও অগ্রগতির পথে দুর্নীতি সবচেয়ে বড় বাধা। দুর্নীতি প্রতিরোধে তরুণ প্রজন্মকে শৈশব থেকেই নৈতিকতার চর্চায় অভ্যস্ত হতে হবে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজকে সমন্বিতভাবে কাজ করতে হবে যাতে শিক্ষার্থীরা সততা, মানবিকতা ও দায়িত্ববোধে গড়ে ওঠে। তাঁরা আশা প্রকাশ করেন, আজকের শিক্ষার্থীরা আগামী দিনে সৎ নাগরিক ও ন্যায়নিষ্ঠ নেতৃত্ব গড়ে তুলবে।
সভাপতির বক্তব্যে বাবু ভদ্র সেন চাকমা বলেন, দুর্নীতি প্রতিরোধ কমিটির লক্ষ্য হলো দুর্নীতিবিরোধী আন্দোলনকে গণমানুষের চেতনায় রূপ দেওয়া। তিনি মনে করেন, নতুন প্রজন্মের সক্রিয় অংশগ্রহণেই একদিন দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠিত হবে।
শেষে অতিথিরা প্রতিযোগিতায় বিজয়ী দলগুলোর হাতে পুরস্কার তুলে দেন।