রাঙামাটি শহরের বাণিজ্যক কেন্দ্র বনরুপা অবৈধ ফুটপাত দখলদারদের উচ্ছেদ অভিযান চালিয়েছেন জেলা পুলিশ।
দীর্ঘ দিন ধরে অবৈধ দখলদাররা ফুটপাত দখল করে আসছে। তারা ফুটপাত দখল করে তরমুজ এবং ফুটপাত ঘেঁষে সিএনজি রেখেছে।
ফুটপাত দখলের কারনে এখানে রাতে অসামাজিক কার্যকলাপ চলার অভিযোগ উঠেছে।
এতে করে জনসাধারণের হাটাচলায় চরম বাঁধা সৃষ্টি দেখা দিয়েছে। এক দিকে ফুটপাত দখল অপর দিকে প্রধান সড়ক ঘেঁষে অবৈধ ভাবে পাকিং করা হয়েছে অসংখ্য সিএনজি।
এসব কারণে পর্যটন শহরের পরিবেশ নোংরা ও আবর্জনায় পরিণত হয়েছে। ফুটপাত দখল করায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
রোববার সকালে পুলিশ সুপারের নির্দেশক্রমে কোতয়ালী থানার পুলিশ অবৈধ ফুটপাত দখল ও অবৈধ সিএনজি পাকিং এর উপর বিশেষ অভিযান পরিচালনা করে ফুটপাত দখলদার ও সিএনজি চালকদের অন্যত্র সরিয়ে জন সাধারণ হাটাচলার জন্য ফুটপাত পরিস্কার করে দেন।
কোতয়ালী থানার ওসি তদন্ত আকতার হোসেন জানান, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে এবং পবিত্র মাহে রমজানে অবাধে জনসাধারণ চলাচলের জন্য অবৈধ ফুটপাত দখলদার ও অবৈধ ভাবে সিএনজি রাখার দায়ে তাদের উচ্ছেদ করা হয়েছে। এর আগেও তাদেরকে ফুটপাত ছেড়ে দিতে সর্তক করা হয়েছে।