রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুরছড়ি বাজারে আগুনে ক্ষতিগ্রস্ত ৭২ ব্যাবসায়ীর মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছে জেলা প্রশাসন।
২২ জুলাই শুক্রবার সকাল ১১ ঘটিকায় রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে এসব খাদ্য সামগ্রী বিতরন করেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার। এছাড়া আগুনে আহত একজনকে নগদ অর্থ সহায়তা দেয়া হয়। এসময় খেদারমারা ইউনিয়নের চেয়ারম্যান বিল্টু চাকমা, স্থানীয় ইউপি সদস্য মনির হোসেন সহ ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীরা উপস্থিত ছিলেন।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার বলেন জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিক পর্যায়ে এসব খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে, পরবর্তী পর্যায়ে আরো সহায়তা প্রদান করা হবে। জেলা প্রশাসনের খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাউল ১৫ কেজি, তেল ৪ লিটার, পেঁয়াজ ৪ কেজি, ডাল ২ কেজি, আলু ৫ কেজি, লবন ১ কেজি।
উল্লেখ যে গতকাল ২১ জুলাই বৃহস্পতিবার সকালে গ্যাস ও তেল ব্যাবসায়ী মিলন এর দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে মূহুর্তে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে এতে ৬৯ টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়, এতে আনুমানিক ৪০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী ব্যাবসায়ীদের।