রাঙামাটি প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির দ্বি- বার্ষিক নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত হয়। বুধবার বিকাল ৩টায় শহরের রিজার্ভ বাজারস্থ প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ে শুধুমাত্র সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সভাপতিসহ বাকি সব পদে বিনাপ্রতিদ্বন্ধীতায় নির্বাচিত করা হয়।
সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মোঃ ইলিয়াস এবং তার নিকটতম সাধারণ সম্পাদক প্রতিদ্বন্ধী ছিলেন প্রেসক্লাবের প্রভাবশালী সদস্য মোঃ আলমগীর মানিক।
এতে মোঃ ইলিয়াস পেয়েছেন- ১৪ ভোট এবং আলমগীর মানিক পেয়েছেন-৮ ভোট। নির্বাচনে সভাপতি পদে কোন প্রার্থী না থাকায় বিনাপ্রতিদ্বন্ধীতায় সকলের সম্মতিক্রমে সভাপতি নির্বাচন করা হয় প্রেসক্লাবের (সাবেক) সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার আল হককে।
বিনাপ্রতিদ্বন্ধীতায় সিনিয়র সহসভাপতি নির্বাচিত হন সাখাওয়াৎ হোসেন রুবেল, বিনাপ্রতিদ্বন্ধীতায় সহসভাপতি নির্বাচিত হন অলি আহমদ, বিনাপ্রতিদ্বন্ধীতায় যুগ্ম সম্পাদক নির্বাচিত হন মনসুর আহম্মেদ, বিনাপ্রতিদ্বন্ধীতায় কোষাধ্যক্ষ নির্বাচিত হন শংকর হোড়, বিনাপ্রতিদ্বন্ধীতায় দপ্তর সম্পাদক নির্বাচিত হন মোঃ মঈন উদ্দিন বাপ্পি, পাঠাগার ও প্রচার সম্পাদক মিলটন বাহাদুর।
বিনাপ্রতিদ্বন্ধীতায় কার্যনির্বাহী সদস্য হয়েছেন যারা- সুপ্রিয় চাকমা, জাহেদা বেগম, উচিংছা রাখাইন কায়েস ও শাহ আলম।