সোমবার , ১৭ নভেম্বর ২০২৫ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

নির্বাচিত হলে বৈষম্য দূর করে এলাকার উন্নয়নে নিজেকে উৎসর্গ করব-দীপেন দেওয়ান

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
নভেম্বর ১৭, ২০২৫ ১০:১২ অপরাহ্ণ

২৯৯নং রাঙামাটি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ানের সাথে কাউখালী উপজেলা বিএনপি ও অংগ সংগঠনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১৭ ন‌ভেম্বর) রাতে রাঙামাটি শহরের মন্ত্রীপাড়ায় দীপেন দেওয়ানের বাসভবন প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়।

কাউখালী উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর হো‌সে‌নের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মোতালেবের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ২৯৯নং রাঙামাটি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান।

এসময় রাঙামাটি জেলা বিএনপির সহ সাইফুল ইসলাম প‌নির ,সাইফুল ইসলাম ভূ‌ট্রো ,ম‌হি উদ্দিন আহ‌মেদ, জিয়া প‌রিষ‌দের সভাপ‌তি মানস মুকুর চাকমা, শ্রমিক দ‌লের সভাপ‌তি মমতাজ আহ‌মেদ, রাঙামাটি জেলা ছাত্রদ‌লের সা‌বেক সাধারন সম্পাদক আব্দুস সবুর, কাউখালী উপজেলা বিএনপির সি‌নিয়র সহ-সভাপতি সাজাই মং মারমা, সহ সভাপ‌তি অর্জুন ম‌নি চাকমা, পাইচি মং মারম‌া, আবুল কালাম আজাদ, যুগ্ন সম্পাদক ছ‌গির আহাম্মদ, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর তারা মিয়া, ম‌হিলা দ‌লের সভাপ‌তি ফের‌দৌ‌সি বেগম, সাধারন সম্পাদক বর্না চাকমা, উপজেলা যুবদলের সভাপতি মোমিনুল করিম, ছাত্র দলের আহবায়ক মোঃ তারেক হাসান, জাসাস সভাপতি কামাল হোসেন, শ্রমিক দ‌লের সভাপ‌তি সেকান্দার হো‌সেন, তাঁতীদ‌লের সভাপ‌তি আলী হায়দার, ওলামা দ‌লের সাধারন সম্পাদক মাওলানা র‌বিউল ইসলাম, সাংগঠ‌নিক সম্পাদক পার‌ভেজ হো‌সেনসহ বিভিন্ন অংগ ও সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেন -কাউখালী উপজেলা হলো রাঙামাটি জেলায় প্রবেশদ্বার উপজেলা। কিন্তু প্রবেশদ্বার উপজেলা হলেও কাঙ্খিত উন্নয়ন এ উপজেলায় হয়নি,যা হয়েছে তা নির্দিষ্ট ব্যক্তি ও নির্দিষ্ট কিছু এলাকায়। এলাকার বিএনপির কোন নেতা কমী বাড়ীতে থাকতে পারেনী। বিএনপির নেতা কমীদের মামলা জেলা ঝুলুম নিত্যদিনের সঙ্গী ছিলো।এতদিন এলাকার জনগন মনখুলে কথা বলতে পারেনী। সবসময় একটা আতংকের মধ্যে ছিলো। বর্তমানে সাধারন মানুষ নিজের অনুভুতি নির্দিধায় প্রকাশ করতে পারছে। কোন অজানা ভয়ের মধ্যে নেই। আমি নির্বাচিত হলে বৈষম্য দূর করে সকল মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং এলাকার সার্বিক উন্নয়নে নিজেকে উৎসর্গ করব।’

তিনি আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে লুটপাট ও দুর্নীতিতে ব্যস্ত থাকায় উন্নয়নের ক্ষেত্রে সাধারণ মানুষ উপেক্ষিত হয়েছে। আমি চেষ্টা করবো সকল প্রকার বৈষম্যদুর করে এলাকার সুষম উন্নয়ন করতে।

কাউখালী উপজেলা বিএনপি ও অংগ সংগঠনের নেতৃবৃন্দরা বলেছেন ধানের শীষের পক্ষে কাউখালী উপজেলার সর্বত্র গণজোয়ার শুরু হয়েছে। পরিবর্তনের নেতৃত্ব দিতে সবচেয়ে সক্ষম প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান। কাউখালী উপজেলা বিএনপি ও অংগ সংগঠনের সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করে আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করার আহবান জানান।

সর্বশেষ - আইন ও অপরাধ

error: Content is protected !!
%d bloggers like this: