স্থানীয় বেসরকারী সংস্থা গ্রাউস আয়োজনে দুইদিন ব্যাপি দ্বন্দের নিরসনে ব্যবস্থাপনা ও মধ্যস্থতা শীর্ষক রিফ্রেসার্স সভা অনুষ্ঠিত হয়েছে।
দ্বন্দের নিরসনে মধ্যস্থতা থাকলে তা সহজে সমাধানে পথ খুজে বের করা সহজ হবে। তবে মধ্যস্থতাকারীকে অবশ্যই নিরপেক্ষ হতে হবে। তাতে মধ্যস্থকারী সবার গ্রহনযোগ্যতা পাবে। দ্বন্দের নিরসনে ব্যবস্থাপনা ও মধ্যস্থতা শীর্ষক রিফ্রেসার্সে সমাপণি অনুষ্ঠানে বক্তারা এসব অভিমত প্রকাশ করেন।
গত বৃহস্পতিবার ও শুক্রবার (২৩-২৪জুন) দুইদিনের রুমা উপজেলায় বম কমিউনিটি সেন্টারে রিফ্রেসার্স সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং গ্যালেংঙ্গা ইউপি চেয়ারম্যান মেনরত ম্রো।
লোকার ভ্যালনটিয়ার মেডিয়টর ফোরাম (এলভিএমএফ) রুমা উপজেলা সভাপতি লাললিয়ানসম বমের সভাপতিত্ব করেন।
এতে আরও বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তৃতা দেন এলভিএমএফ”র সাধারণ সম্পাদক শৈচিংথুই মারমা, রুমা উপজেলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবু সিদ্দিক, বড়ুয়া পাড়া কারবারী রাখাল বড়ুয়া ও ম্রংখ্যং পাড়া কারবারী লংকন কারবারি সহ এলভিএমএফ এর সদস্য বৃন্দ।
দুইদিন ব্যাপি এ রিফ্রেসার্স সভায় দ্বন্দের কারণ, সমাধানের ব্যবস্থাপনা ও মধ্যস্থতাকারীদের করণীয় ও দায়িত্ব বিষয়ে প্রজেক্টরের মাধ্যমে বিস্তারিত আলোচনা করেন রাঙ্গামাটি জেলা পরিষদে সামাজিক বিষয়ক কনসালটেন্ট মোহাম্মদ ওমর ফারুখ।
বান্দরবান জেলা গ্রাউস মনিটরিং ও প্রশিক্ষণ কর্মকর্তা রামখম লিয়ান বম পাখম উপস্থাপনায় ট্রেনিং সম্পর্কে আলোচনা করেন প্রকল্পের প্রশিক্ষণ ও কর্মসূচি কর্মকর্তা জেনেলিন মার্মা বাপ্পি।