নিজেদেরকে আদিবাসী দাবি করে অধিকার ও নতুন সংবিধানে আদিবাসী স্বীকৃতি দাবি করেছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) এর সহসভাপতি ও রাঙামাটির সাবেক সংসদ সদস্য উষাতন তালুকদার। আজ (শনিবার, ৯ আগস্ট) রাঙামাটিতে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।
উষাতন তালুকদার বলেন -‘আমরা আদিবাসী অধিকার চাই। আমাদের বাংলাদেশের সামনের সংবিধানে আমাদের স্বীকৃতি চাই। এইটাতো আমরা দেখাইলাম। এখন সরকারের ব্যাপার। বৃহত্তর জনগোষ্ঠীর ব্যাপার। আপনারা কতটুকু মানুষ। কতটুকু মানবতা আছে। আমাদেরকে পিছনে রেখে পার্বত্য চট্টগ্রামকে শত্রু ভেবে সে আচরণ করা হলে এটা আপনারা বুঝবেন যে সে আচরণের প্রতিফলন পরিনতি কী হবে?
এসময় আগামী জাতীয় সংসদ নির্বাচন যথা সময়ে হওয়া নিয়েও উষাতন তালুকদার সংশয় প্রকাশ করেন। বলেন- ‘আমেরিকার, রাশিয়া, চীন ভারত এখন পরাশক্তি। তাদের এখন দৃষ্টি পড়েছে বিশেষ করে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের দৃষ্টি পড়েছে বঙ্গোপসাগর ও মায়ানমারে। তাই আমাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন ফেব্রুয়ারীতে রমজানের আগে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনকে চিঠি লিখেছেন। কিন্তু চিঠি লিখলেও এখনও মানুষের মনে প্রশ্ন রয়ে গেছে যে আদৌও ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি না। কেন না এটা আমেরিকার কী চায় সেটার ওপর নির্ভর করছে’।
‘আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও ভবিষ্যৎ গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তার সার্থক প্রয়োগ’ প্রতিপাদ্যে সকালে পৌরসভা প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্য চট্টগ্রাম অঞ্চল সভাপতি অবসরপ্রাপ্ত উপসচিব প্রকৃতি রঞ্জন চাকমা।
আলোচনা সভা শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পৌরসভা প্রাঙ্গণ থেকে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় পাহাড়ি জনগোষ্ঠীর নারী-পুরুষ ঐতিহ্যবাহী পোশাক, বাদ্যযন্ত্র, ব্যানার ও প্লেকার্ড হাতে নিয়ে অংশ নেন।
এসময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষাবিদ শিশির চাকমা, নারী সংস্কার কমিশনের সদস্য নিরুপা দেওয়ান এবং বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্য চট্টগ্রাম অঞ্চল সদস্য সচিব ইন্টু মনি তালুকদার প্রমুখ।