রাঙামাটির জুরাছড়ি উপজেলায় স্বাধীনতার সুর্বণজয়ন্তী উদযাপন করা হয়েছে।
শনিবার (২৬ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও পরিষদ, আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে সকাল ৯ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা মাঠে পুলিশ, আনসার-ভিডিপি, স্কাউট ও ছাত্রছাত্রীদের কুচকাওয়াজ এবং বিভিন্ন খেলা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
মাঠে উপজেলা নির্বাহী অফিসার জিতেন্দ্র কুমার নাথ এর সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা। এ সময় থানা অফিসার ইনচার্জ মোঃ শফিউল আজমসহ ভাইস চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যানগণসহ সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এ সময় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জিতেন্দ্র কুমার নাথ বলেন, বর্তমান সরকারের নেতৃত্বে দেশের প্রান্তিক এলাকায় উন্নয়নের আলো পৌঁছে দিতে সক্ষম হয়েছে। পার্বত্য এলাকায় বিদ্যুৎ আলো সংযোগ প্রদান করা হয়েছে। এছাড়াও বিদ্যুৎ বিহীন এলাকায় প্রতিটি ঘরে ঘরে বিনা মূল্যে সোলার প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।