রবিবার, মার্চ ২৬News That Matters

ভ্রাম্যমান আদালতের জরিমানা দীঘিনালায়

শেয়ার করুন:

 

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং বাজারে ভোক্তা অধিকার আইন অমান্য করায় ব্যবসায়ীদের জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

মঙ্গলবার দুপুরে মেরুং বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফা।

এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৫২ দ্বারা অমান্য করায় মেরুং বাজারের ৩ ব্যবসায়ীকে পৃথক মামলায় ১৫শত টাকা জরিমানা করেন।

এদিকে গত ৪ মার্চ বোয়ালখালি বাজারে পণ্য মূল্য তালিকা না থাকা, ধার্য মূল্যের অধিক দামে পণ্য বিক্রয় ও অনুমোদনহীন পণ্য বিক্রিয়ের দায়ে, পৃথক ৬টি মামলায় ১০ হাজার ১শত টাকা জরিমানা করেন।

এসময় ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, উপজেলার বাজার সমূহ নিয়মিত মনিটরিং করা হচ্ছে, অসাধু উপায় অবলম্বন এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অমান্য করলে গুনতে হবে জরিমানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *