রাঙামাটি সিভিল সার্জন অফিসে সাংবাদিকদের নিয়ে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডাক্তার অমিত সেন। আজ সোমবার বিকাল সাড়ে তিনটায় সিভিল সার্জন কার্যালয় সম্মেলন কক্ষে এই সাংবাদিক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি বলেন, ভিটামিন-এ প্লাস এর গুরুত্ব ও তা কখন কিভাবে খাওয়াতে হয় তার সঠিক ব্যবহার সম্পর্কে সবাইকে ধারনা দেওয়া হয়। স্বাস্থ্য বিভাগের কর্মীরা ঘোষিত দিন তারিখে স্ব স্ব কেন্দ্রে উপস্থিতি থেকে এ ক্যাপসুল খাওয়াবেন।
এ-সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দে, সাংবাদিক সাখাওয়াৎ হোসেন রুবেল, সাংবাদিক সুনীল প্রসাদ চাকমা ও সাংবাদিক আনোয়ার আল হকসহ আরো অনেকে।
বক্তারা বলেন, ভিটামিন-এ প্লাস ওরিয়েন্টেশন সভা সকলে নিজ নিজ প্রিন্ট এন্ড ইলেকট্রনিক্স মিডিয়ায় ওরিয়েন্টেশন সভা কাভারেজ করতে অনুরোধ করা গেল। সাথে সাথে ওরিয়েন্টেশনের সফলতা কামনা করি।