খাগড়াছড়ি সেক্টর আন্তঃ ব্যাটািলয়ন (বিজিবি) বাস্কেটবল প্রতিযোগিতা ২০২৩ এর ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছে বাবুছড়া ৭ বিজিবি ও রানার্স আপ হয়েছে পানছড়ি ৩ বিজিবি।
রবিবার সকাল ১০ টায় বাবুছড়া ৭ বিজিবি ব্যাটালিয়ন ব্যবস্থাপনায় বাবুছড়া ব্যাটালিয়ন সদর দপ্তরে বাস্কেট বল খেলার মাঠে বাস্কেটবল প্রতিযোগিতা-র ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্বোধন করেন বাবুছড়া ব্যাটালিয়ন (৭বিজিবি) অধিনায় লে: কর্নেল ইসতেয়াগ আহম্মেদ।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পানছড়ি ব্যাটালিয়ন(৩বিজিবি‘র) অধিনায়ক লে: কর্নেল এ.কে.এম আরিফুল ইসলাম । ৭বিজিবি‘র এডি কোয়াটার মাস্টার মো: হুমায়ুন কবির। খাগড়াছড়ি সেক্টর আন্ত:ব্যাটািলয়ন বিজিবি বাস্কেটবল প্রতিযোগিতা ২৩ এর ফাইনাল খেলা বাবুছড়া ব্যাটালিয়ন ৭বিজিবি ৪৩ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন গৌরব অর্জন করে এবং পানছড়ি ব্যাটালিয়ন ৩বিজিবি ৩০পয়েন্ট পেয়ে রানার্স আপ গৌরব অর্জন করে।
এসময় সেরা নবীন খেলোয়া‘র হিসেবে গৌরব অর্জন করে ৭বিজিবি‘র খেলোয়ার সিপাহী বরুণ কুমার দত্ত এবং সেরা প্রবীন খেলোয়া‘র হিসেবে গৌরব অর্জন করে ৩ বিজিবি‘র খেলোয়ার সিপাহী নাহিদ মোস্তফা। উল্লেখ্য গত ১ অক্টোবর খাগড়াছড়ি সেক্টর আন্ত:ব্যাটািলয়ন (বিজিবি) বাস্কেটবল প্রতিযোগিতায় অংশগ্রহন করেন ৫ টি বিজিবি ব্যাটালিয়ন। এদের মধ্যে হলোখাগড়াছড়ি সদর ব্যাটালিয়(৩২বিজিবি), বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪বিজিবি), বাবুছড়া ব্যাটালিয়ন(৭বিজিবি), পানছড়ি ব্যাটালিয়ন(৩বিজিবি) ও মারিশ্যা ব্যাটালিয়ন(২৭বিজিবি) খেলায় অংশ গ্রহন করে।