রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় চৌমুহনী মার্কেট ও উপজেলা মার্কেট ব্যবসায়ীদের উদ্যোগে এক মনোমুগ্ধকর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেল সাড়ে ৩টায় উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে দুই দলের মুখোমুখি লড়াইয়ে জমে ওঠে উৎসবমুখর পরিবেশ।
খেলায় উপজেলা মার্কেট একাদশ ১-০ গোলের ব্যবধানে চৌমুহনী মার্কেটকে পরাজিত করে জয় লাভ করে। খেলা উপভোগ করতে মাঠে বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।
ম্যাচে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—পৌর বিএনপির সভাপতি ও দুই মার্কেট পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব নিজাম উদ্দিন বাবু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল আলম, চৌমুহনী মার্কেট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নাহিদ আলম, ব্যবসায়ী কাজী মোস্তফা, জালাল উদ্দিন, সেলিম উদ্দিন, জাহাঙ্গীর আলম, উপজেলা মার্কেট টিম ম্যানেজার সিদ্দিক আলী, চৌমুহনী মার্কেট টিম ম্যানেজার সোলেমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খেলা শেষে উভয় দলের খেলোয়াড় ও অতিথিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।