৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষায় সহকারী সার্জন পদে মনোনীত হয়েছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজের সাবেক শিক্ষার্থী আবদুস শাকুর রানা। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ফল প্রকাশের পর এই তথ্য জানা যায়।
আবদুস শাকুর রানা, কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ফরেষ্ট অফিস পাড়ার মৃত জামাল উদ্দীনের বড় পুত্র। সে কিশলয় স্কুলের প্রাক্তন ছাত্র। বর্তমানে ঈদগাহ আধুনিক হাসপাতালের মেডিকেল অফিসার হিসাবে কর্মরত রয়েছে।
ফল প্রকাশের পর আবদুস শাকুর রানা বলেন, সহকারী সার্জন হিসেবে দেশের মানুষের সেবা করার সুযোগ পাওয়ায় তিনি গর্বিত ও কৃতজ্ঞ।
এর আগে বৃহস্পতিবার রাত ৮টায় ৪৮তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এতে সহকারী সার্জন পদে ২ হাজার ৮২০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জনকে মনোনয়ন দেয়া হয়।