রাঙামাটি পার্বত্য জেলার স্বনামধন্য ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান আল-আমিন ইসলামিয়া ফাজিল মাদ্রাসা’র বার্ষিক পুরস্কার বিতরণ সভা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠান প্রধান মুহাম্মদ নুরুল আলম ছিদ্দিকী’র পরিচালনায় সোমবার সকালে মাদ্রাসা’র ক্যাম্পাসে পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় প্রতিষ্ঠানের গভনিং বডির সভাপতি এ্যাডভোকেট মোখতার আহম্মদ এর সভাতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।
প্রধান অতিথি বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড, শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি লাভ করতে পারে না। সেটা দ্বীনি শিক্ষা হউক আর সেটা জেনারেল শিক্ষা হউক। দেশ ও জাতি গঠনে ছাত্রদের অবদান অনেক বেশি। এদেশের ছাত্র-জনতা জুলাই বিপ্লবের মাধ্যমে একটি নতুন রাষ্ট্র জন্ম দিয়েছে। তাই আমাদের খেয়াল রাখতে হবে কোন ভাবেই যেন আমরা দুর্নীতি না করি। আজকে যারা ছাত্র আগামী দিনে তারা দেশ পরিচালনা করবে। রাঙামাটি জেলা পরিষদ আপনাদের সাথে আছে আগামীতেও আপনাদের পাশে থাকবে।
বিশেষ অতিথিদ্বয়রা বলেন, আল-আমিন ইসলামিয়া ফাজিল মাদ্রাসা এই জেলায় অত্যন্ত সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। এখান থেকে অনেক শিক্ষার্থী বের হয়ে উচ্চ শিক্ষা গ্রহন করে দেশের বড় বড় ব্যাংক বীমা ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছে। অত্যন্ত মনোরম পরিবেশে এখানে পাঠদান দেওয়া হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিদ্বয় শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।