রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী সরকারি ডিগ্রি কলেজ যুব রেড ক্রিসেন্ট ইউনিট সদস্যদের সনদ বিতরণ করা হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) দুপুরে কর্ণফুলী সরকারি কলেজ অডিটোরিয়ামে এই সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন। এসময় তিনি বলেন, রেড ক্রিসেন্ট হলো একটি আন্তর্জাতিক মানবিক সংস্থা যা প্রাকৃতিক দুর্যোগ ও মানবসৃষ্ট সংকটে ক্ষতিগ্রস্তদের সাহায্য করে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি দেশের বিভিন্ন মানবিক কার্যক্রমে সহায়তা করে।
কর্ণফুলী সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ সিরাজ উদ্দিন এর সভাপতিত্বে এবং ইংরেজি বিভাগের প্রভাষক শ্যামলী দাশ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কর্ণফুলী সরকারি ডিগ্রি কলেজের যুব রেড ক্রিসেন্টের দায়িত্ব প্রাপ্ত প্রভাষক মোহাম্মদ আবু তালেব।
প্রসঙ্গত: গত ১৭ নভেম্বর হতে শুরু হওয়া এই প্রশিক্ষণ ১৯ নভেম্বর পর্যন্ত চলে। এসময় ৪ জন মেধাবী শিক্ষার্থীকে রেড ক্রিসেন্টের ব্যাচ পরিয়ে দেন প্রধান অতিথি।


















