সম্পূরক খাদ্য হিসাবে ভিটামিন “এ” ক্যাপসুল। যা শিশুর দেহে ভিটামিন-এ অভাব প্রতিরোধের জন্য ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো-অল্প সময়ে অত্যন্ত কার্যকরী একটি কৌশল যা পরবর্তী ৪-৬ মাস পর্যন্ত শিশুর দেহে ভিটামিন-এ স্বাভাবিক মাত্রায় রাখতে সক্ষম।
জুরাছড়ি উপজেলায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নে এডভোকেসি ও পরিকল্পনা সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অনন্যা চাকমা একথা বলেন।
বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে মাল্টিপারপাস ভবনে অনুষ্ঠিত সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অনন্যা চাকমার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ইমন চাকমা, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রূপময় চাকমাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, এবারে উপজেলায় ৯৭টি কেন্দ্রে ২৭৭৫ জন শিশুকে ভিটামিন খাওয়ানো হবে।