বান্দরবানে রোয়াংছড়ি উপজেলায় দুই সশস্ত্র সংগঠনের বন্দুকযুদ্ধে ৮ জন মারা গেছে।
শুক্রবার (০৭ এপ্রিল) সকালে খামথং পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা সবাই কুকি-চিন বা কেএনএফের সদস্য বলছেন স্থানীয়রা।
দু গ্রুপের যুদ্ধ এবং ৮ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন রোয়াংছড়ি থানা ওসি আব্দুল মান্নান।
ওসি জানান দুপুর সাড়ে ১২টায় স্থানীয়দের দেওয়া তথ্যে খামথং পাড়ায় গিয়ে ৮ গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য বান্দরবান হাসপাতালে পাঠানো হয়েছে। এরপর থেকেই আশপাশ এলাকা আতঙ্ক বিরাজ করছে। ঘর ও গ্রাম ছেড়ে পাশের ঐ এলাকার প্রায় ৮০ টি খেয়াং পরিবার রুমা বম কমিউনিটি সেন্টারে আশ্রয় নিয়েছে। তাদের খাবার ও চিকিৎসা সেবা দিচ্ছে সেনাবাহিনী।

এদিকে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট তাদের ফেসবুক পেজে নিহত সাতজনের নাম প্রকাশ করেছে। তারা হলেন- ভান দু বম, সাং খুম, সান ফির থাং বম, বয় রেম বম, জাহিম বম, লাল লিয়ান ঙাক বম, লাল ঠা জার বম। ৬জন জুরভারাং পাড়া ও একজন পানখিয়াং পাড়া বাসিন্দা বলে জানিয়েছে সংগঠনটি পক্ষ থেকে। এ পেজে ঘটনার জন্য সংস্কার পন্থী দলকে দায়ী করেছে। পাহাড়ে জেএসএস ও ইউপিডিএফ সংস্কার পন্থী থাকলেও কোন সংস্কার পন্থী এ হামলা করেছে তা পরিস্কার করা হয়নি পেজে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় জানান, আধিপত্যকে বিস্তার করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। গতকাল দীর্ঘ সময় ধরে দুটি গোষ্ঠীর মধ্যে গোলাগুলি হয়েছে। পরে আজ দুপুরে পুলিশ এসে লাশগুলি উদ্ধার করে নিয়ে গেছে।
রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ৮জনের লাশ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে মর্গে রাখা হয়েছে। তদন্ত করে ঘটনা বিস্তারিত পরে জানা যাবে।


















