রাঙামাটির লংগদুতে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৪ জানুয়ারি), প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লংগদু উপজেলা ছাত্রলীগের উদ্যোগে প্রথমে বঙ্গবন্ধুর ম্যূরালে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে।
এরপর বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি প্রধান সড়ক ঘুরে পাবলিক লাইব্রেরি মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় লংগদু উপজেলা ছাত্রলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি আল মামুন খান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাশেদ খান রাজুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু চৌধুরী ।
প্রধান বক্তার বক্তব্য রাখেন, লংগদু উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু।
উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আজগর আলী, সাবেক প্রচার প্রচারণা সম্পাদক সরোয়ার হোসেন,
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি জিয়াউল হক।
বিশেষ বক্তার বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহ মোঃ নজরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ (বাবুল)
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আল মাহমুদ সহ অনেকেই।
পরে লংগদু উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকে বঙ্গবন্ধুর আত্মজীবনী নিয়ে লেখা বই ও ক্রেস্ট উপহার তুলে দেন প্রধান অতিথি ও প্রধান বক্তা।
শেষে আনুষ্ঠানিকভাবে ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক খেটে সকল নেতা-কর্মীদের খাওয়ানো হয়।
এসময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সকল নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।