কাপ্তাইয়ে গিয়ে কাপ্তাইয়ের কাউন্সিলরদের ভোট দীপংকরের জন্য চাইলেন রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী।
রবিবর বিকালে রাঙামাটির কাপ্তাই উপজেলায় প্রশান্তি পার্কে দলীয় কাউন্সিলরদের সাথে অনুষ্ঠিত বৈঠকে ভোট চান অংসুইপ্রু।
এর আগে সকালে চেয়ারম্যান তাঁর বহর নিয়ে রাজস্থলী উপজেলায়ও দলীয় নেতা-কর্মীদের নিয়ে কাউন্সিল সংক্রান্ত বৈঠকে অংশ নেন। সেখানেও তিনি দীপংকরের পক্ষে ভোট চান।
তার সফর সঙ্গী হিসেবে ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. রুহুল আমিন, রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, রাঙামাটি জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ সাউয়াল উদ্দিন, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আব্দুল জব্বার।
কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের পক্ষে এ বৈঠকে অংশ নেন জেলা পরিষদের সদস্য ও কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুই ছাইন চৌধুরী, জেলা পরিষদের সদস্য ও কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের লীগের সহ সভাপতি দীপ্তিময় তালুকদার, কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মফিজুল হক, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ৪ নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আবদুল, সাধারণ সম্পাদক ইব্রাহীম খলীল সহ স্থানীয় আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।
আগামী ২৪ মে রাঙামাটি আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। এ সম্মলনে সভাপতি পদে লড়ছেন দলটির বর্তমান সভাপতি দীপংকর তালুকদার ও সহ সভাপতি নিখিল কুমার চাকমা। সাধারণ সম্পাদক পদে লড়বেন মুছা মাতব্বর ও কামাল উদ্দিন। এ কাউন্সিলে সর্বমোট ভোটার ২৪৬ জন। এদের মধ্যে সবচেয়ে বেশি ভোটার কাপ্তাইয়ে।