জুরাছড়ি উপজেলায় ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের ফটকে মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা। এ সময় উপজেলা নির্বাহী অফিসার জিতেন্দ্র কুমার নাথ সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, থানা অফিসার ইনচার্জ মোঃ শফিউল আজম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অনন্যা চাকমা, জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ইমন চাকমা উপস্থিত ছিলেন।
মেলায় ২৪ টি সরকারি ও বেসরকারি দপ্তরের স্থল পরিশর্দন করা হয়। মেলায় শত শত মানুষের সমাগমের লক্ষ করা গেছে। উপস্থিত দপ্তরে তথ্য কর্মকর্তারা তাদের ডিজিটাল সেবা বিষয় অবহিত করেন।
এ সময় লুলাংছড়ি মৌজার হেডম্যান মায়া নন্দ দেওয়ান বলেন, এখনে এসে খুবই সহজে ঘরে বসে ভিজিডি প্রাপ্তির অনলাইন আবেদন, পুলিশের বিভিন্ন সেবা বিষয়ে জানতে পেরেছি।
বনযোগীছড়া ইউনিয়নের রত্না চাকমা বলেন, মেলা দেখতে এসে তথা সেবা কেন্দ্রে তথ্য আপা বিনা মূল্যে ভিজিডি আবেদন করে দিয়েছেন।