বরকল উপজেলা বিএনপির দলীয় কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাঙামাটি পার্বত্য জেলা বরকল উপজেলার শুভলং ইউনিয়নের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৫ ফেব্রুয়ারি বিকেল ৩ ঘটিকার সময় শুভলং বাজারের দলীয় কার্যালয় অনুষ্ঠিত হয়।
শুভলং ইউনিয়নবিএনপির আয়োজনে উক্ত সভায় সভাপতিত্ব করেন ১নং সুবলং ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সোরহাব হোসেন। মুকিম হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরকল উপজেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক ।
উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মেম্বার সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল। উপস্থিত ছিলেন, বরকল উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল মালেক, সদস্য সচিব পান্না মিয়া, যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক এমাদুল, ইউনিয়ন ছাত্রদের আহ্বায়ক মোঃ মামুন, মিলন সহ আরো অনেকে।
সবশেষে বরকল উপজেলার সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতিসহ উন্নয়ন ও বিভিন্ন বিষয়ে নেতাকর্মীদের গঠনমূলক দিকনির্দেশনা দেন অন্যান্য নেতারা। বর্ধিত সভায় উপজেলার নেতৃবৃন্দ সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের ছাত্রদল, যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, তাতীদল, কৃষক দল এর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।