খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় ২নং বাটনাতলী ইউনিয়নে ৮নং ওয়ার্ডের ছদুরখীল তিনগড়িয়া পাড়ার আথুই মারমা (৩৫) গভীর রাতে বিষধর সাপের কামড়ে মৃত্যুবরণ করেন।
৪ জুন-২০২৩ রবিবার মধ্য রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহতের স্বামী ক্যজ্য মারমা (৪১) উক্ত গ্রামে চা দোকানদার।
ক্যজ্য মারমা জানান, প্রচন্ড গরমের কারণে মাটির ফ্লোরে পাটি বিছিয়ে ঘুমানো কিছু সময়ের পর বিষধর সাপটি তার স্ত্রীর ডান কানে ছোবল দেয়। ফলে বিষ ক্রিয়া হয়ে ভোর ৪ টার দিকে মারা যায়।
তিনি আরও জানান, গভীর রাত এবং পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা অনুন্নত হওয়ায় হাসপাতালে নেওয়ার আগেই তার স্ত্রীর মৃত্যু হয়। তাদের সংসারে ১ ছেলে ও ২ মেয়ে সন্তান রয়েছে।
স্থানীয় ইউপি সদস্য মানিক ত্রিপুরা জানান, রাতে সাপের কামড়ের খরব পেয়ে ছুটে গিয়ে দেখেন এলাকাবাসীরা সাপটিকে মেরে ফেলেছে। গভীর রাত ও রাস্তাঘাট খারাপ হওয়ায় তাৎক্ষণিক হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি।
এদিকে বিষ ক্রিয়ায় ভোর রাতে ৩ সন্তানের জননী আথুই মারমা মারা যায়। এলাকার পাড়া কার্বারী লাব্রেঅং মারমা বলেন, আথুই মারমাকে ডাক্তারী চিকিৎসা ছাড়াই মৃত্যুবরণ করতে হয়েছে। নিহতের ৩ সন্তানের পড়ালেখার ব্যাহত হওয়ার আশঙ্কা প্রকাশ করেন তিনি।