প্রসূতি মায়েদের ফিস্টুলা র্নিমূলের জন্য রাঙামাটিতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ফিস্টুলা সার্জারি ক্যাম্প। এ উপলক্ষে সোমবার সকালে রাঙামাটি জেনারেল হাসপাতাল কক্ষে বাংলাদেশে প্রসূতি ফিস্টুলা র্নিমূলের উপর ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
রাঙামাটি জেনারেল হাসপাতাল ও হোপ ফাউন্ডেশনের আয়োজনে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা.নূয়েন খীসা। আরও উপস্থিত ছিলেন, হোপ ফাউন্ডেশনের ফিস্টুলা এডভান্স ভোকাল সার্জন ডাক্তার নৃন্ময় বিশ্বাস, রাঙামাটি মেডিকেল কলেজ সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার মোঃ সেলিম, রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার(আরএমও) ডাক্তার শওকত আকবর,সিনিয়র কনসালটেন্ট গাইনী জয়া চাকমা, সহকারী রেজিস্ট্রার গাইনী ডাক্তার দিনা শারমিন, হোপ ফাউন্ডেশনের ফিস্টুলার প্রজেক্ট ফোকাল ডাক্তার মোঃ গোলাম হাফেজ,সার্জন ফারহানা মুন্নি, প্রজেক্ট ম্যানেজার আজমল হুদা,সহকারী ফিল্ড কো-কো-অর্ডিনেটর তটিনী চাকমাসহ অন্যারা।
এসময় হোপ ফাউন্ডেশনের নৃন্ময় বিশ্বাস বলেন, মেয়েদের অল্প বয়সে বিয়ে ও বহুসন্তান প্রসবের কারণে ফিস্টুলার ঝুঁকি বেড়ে যায়। এ রোগ হলে পরিবার থেকে অনেক সময় মেয়েরা বঞ্চনার শিকার হয়। তিনি বলেন, হাচি-কাশি ও রাতে ঘুমের সময় প্রস্রাব ঝরা এটি ফিস্টুলার লক্ষণ। এ লক্ষণ কারো দেখা দিলে হোপ ফাউন্ডেশনের কর্মীদের সাথে দ্রুত যোগাযোগ করুণ। ফাউন্ডেশনের কর্মীরা রোগীর আনা-নেওয়া, খাওয়া দাওয়া ও চিকিৎসার যাবতীয় খরচ বহন করবে। সিভিল সার্জন ডাক্তার নূয়েন খীষা বলেন, হোপ ফাউন্ডেশনে কার্যক্রম খুবই প্রশংসণীয়।আমরা এ ফাউন্ডেশনের জন্য যেকোনো সহযোগিতা করবো। পরে ফিস্টুলা রোগীদের প্রাথমিক সেবা দেওয়া হয়।