খাগড়াছড়ির গুইমারা ও রামগড়ে একাধিক গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুবৃর্ত্তরা।
শুক্রবার দুপুরের দিকে গুইমারার বাইল্যাছড়ি জোড়া ব্রিজের উপর মালবাহী ট্রাক আগুন দিয়েছে দুবৃর্ত্তরা।
এ সময় তাদের তান্ডবে জোড়া ব্রিজের দুপাশে শতশত যানবাহন আটকা পড়ে।
এ সময় খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও মাটিরাঙ্গা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
একই সময়ে খাগড়াছড়ি-ঢাকা মহা সড়কের রামগড় দাতারামপাড়া রাস্তার মাথা এলাকায় মুরগির খাদ্যবাহী ট্রাকে আগুন দেয়া হয়।
গুইমারা থানার ওসি মুহাম্মদ রশীদ জানান,” কে আগুন দিয়েছে আমরা দেখিনি।
ধারণা করছি ইউপিডিএফ নেতা অংথোয়াই মারমা (আগুন ) নিহত হওয়ার ঘটনায় তাদের নেতাকর্মীরা আগুন দিয়ে থাকতে পারে। “
তবে ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় নিজেদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা । তিনি বলেন, অংথোয়াই মারমা (আগুন )কে গুলি করে হত্যার প্রতিবাদে আমাদের নেতাকর্মীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। শান্তিপূর্ণ অবরোধের প্রশ্নবিদ্ধ করতে তৃতীয় কোন পক্ষ আগুন দিয়ে আমাদের উপর দায় চাপাচ্ছে।”
শুক্রবার সকাল খাগড়াছড়ির গুইমারায় দুবৃর্ত্তের গুলিতে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফের সংগঠক অংথোই মারমা ওরফে আগুন (৫২) মারা যায়।