মঙ্গলবার, মার্চ ২১News That Matters

সনাকের উদ্যোগে রাঙামাটিতে তথ্য অধিকার বিষয়ক কর্মশালা

শেয়ার করুন:

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)র গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), রাঙামাটির উদ্যোগে ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট (ইয়েস) আয়োজনে রাঙামাটির বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের সাথে তথ্য অধিকার আইন -২০০৯ বিষয়কওরিয়েন্টেশন সম্পন্ন করা হয়েছে।

বুধবার দিনব্যাপী আশিকা কনভেনশন হলরুমে অনুষ্ঠিতওরিয়েন্টেশনে তথ্য অধিকার আইন ২০০৯ সম্পর্কে পাওয়ার পয়েন্ট  স্লাইড উপস্থাপন করা হয়।

তথ্য অধিকার আইন, তথ্য অধিকার আইন এর প্রয়োজনীয়তা, আবেদন প্রক্রিয়া, আপিল প্রক্রিয়া, কারা তথ্য দিবে, কারা তথ্য দিতে বাধ্য নয়, তথ্য কমিশন এর ভূমিকা, তথ্য মূল্য ইত্যাদি বিষয়নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পরে প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের অংশগ্রহণে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতা বিজয়ীদের শেষে পুরস্কার ও ক্রেস্ট প্রদান করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসবে উপস্থিত উপজেলা নির্বাহী অফিসার, রাঙ্গামাটি সদর উপজেলা নাজমা বিনতে আমিন।

এ সময় রাঙামাটি জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. রাজীব চাকমা, সনাক সদস্য মোহাম্মদ আলী, এড সুস্মিতা চাকমা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *