খাগড়াছড়ির সাংবাদিক প্রদীপ চৌধুরী সহ দেশব্যাপী সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমুলক মামলার প্রতিবাদ ও আটককৃতদের মুক্তির দাবিতে প্রতীকী কর্মবিরতি পালন করেছে রাঙামাটিতে কর্মরত সাংবাদিকরা। একইসাথে প্রধান উপদেষ্টার বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
আজ (২৮ অক্টোবর) সকাল এগারোটায় শুরু হয় দেড় ঘন্টাব্যাপী রাঙামাটি শহরের বনরূপা পুলিশ বক্সের সামনে এই কর্মসূচি পালিত হয়েছে। বিষয়টি নিয়ে রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। পরে রাঙামাটি পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেনের কাছে স্মারকলিপি দেয়া হয়েছে।
এতে বক্তারা বলেন, সাংবাদিকদের কল্যাণে রাষ্ট্রের ভূমিকা নাই। অন্তত নূণ্যতম সম্মানটুকু চাই। সংবাদপত্র রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। কিন্তু সেই সাংবাদিকদের মামলা-হামলা করে রাষ্ট্রকেই ঝুঁকিতে ফেলতে তৎপর থাকে সব সরকারের সুবিধাবাদীরা। রাষ্ট্রকে সাংবাদিকদের মুখোমুখি দাঁড় করাতে চায় এই অশুভশক্তি। তাই এই বিষয়ে রাষ্ট্রকেই ব্যবস্হা নিতে হবে।
রাখেন রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, সাবেক সভাপতি সামশুল আলম, গিরিদর্পণ সম্পাদক মকছুদ আহমদ, সুনীল কান্তি দে, সাবেক সাধারণ সম্পাদক মো. ইলিয়াস, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, সহসভাপতি সত্রং চাকমা, হেফাজত সবুজ, হিমেল চাকমা, সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ, মনসুর আহমেদ, ফাতেমা জান্নাত মুমু, উসিংছা রাখাইন কায়েস, সাংবাদিক সমিতির সভাপতি সৈকত রঞ্জন চৌধুরী, সাধারণ সম্পাদক মিশু দে প্রমূখ।