সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে খাগড়াছড়ির রামগড় উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে উপজেলা বিএনপি কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রামগড় বাজারের পুলিশ বক্সের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
উপজেলা যুবদলের আহবায়ক শাহআলম বাদশার সভাপতিত্বে অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক শাহজাহান, পৌর যুব দলের আহবায়ক জামাল শামিমসহ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, দেশব্যাপী ছাত্র-জনতার আন্দোলনে তৎকালীন খুনি হাসিনার নির্দেশে পুলিশ ও ছাত্রলীগ নির্বিচারে গুলি করে। এতে অসংখ্য নিরীহ শিক্ষার্থীসহ সাধারণ জনগণ নিহত হয়। দেশের ইতিহাসে কখনোই এই ধরনের ন্যাক্কারজনক কোন গণহত্যা ঘটেনি। এছাড়া বিগত ১৫ বছরে খুনি শেখ হাসিনা অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার লক্ষ্যে বিএনপির অসংখ্য নেতাকর্মীকে হত্যা, গুম করেছে। দ্রুত এসব হত্যাকান্ডের বিচার শুরুর দাবি সহ নতুন কোন ষড়যন্ত্র থেকে বিরত থাকার আহবান জানান বক্তারা।