পুলিশ সপ্তাহ উপলক্ষে রাঙামাটির কাপ্তাই অতিরিক্ত পুলিশ সুপার কার্যালয়ের আয়োজনে প্রীতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার(২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টা হতে রাত সাড়ে ৯ টা পর্যন্ত কাপ্তাই সার্কেল অফিস চত্বর মাঠে অনুষ্ঠিত এই টুর্ণামেন্টে সর্বমোট ৬ টি জুটি অংশ নেন।
টুর্ণামেন্টে কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মু সাইফুল ইসলাম এবং কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ এর ভাইস প্রিন্সিপ্যাল এম জাহাঙ্গীর আলম জুটি ২-০ সেটে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন এবং উপজেলা পরিসংখ্যান অফিসার ফজলে রাব্বি জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন।
খেলা শেষে রাত ১০ টায় পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় কাপ্তাই বিএন স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ কমান্ডার মাহাবুব আহমেদ শাহজালাল, কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মু সাইফুল ইসলাম এবং কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো মহিউদ্দিন উপস্থিত থেকে চ্যাম্পিয়ন, রানার আপ এবং অংশগ্রহনকারী খেলোয়াড়দের মধ্যে পুরস্কার তুলে দেন।
কাপ্তাই থানার ওসি মো আবুল কালাম এবং কাপ্তাই প্রেসক্লাব সাধারন সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং, কাউখালি থানার ওসি রাজীব কর, কাপ্তাই উপজেলা প্রকৌশলি মনিরুল ইসলাম চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমকর্তা রুহুল আমিন, পরিসংখ্যান অফিসার ফজলে রাব্বি, হটিকার্লচার সেন্টারে উদ্যান তত্ত্ববিদ রাশেদুজ্জামান ইমরান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান, কাপ্তাই পিডিবির সহকারী পরিচালক ( নিরাপত্তা) সাখাওয়াত কবির, কাপ্তাই প্রেসক্লাব সভাপতি কাজী মোশাররফ হোসেন সহ কাপ্তাই থানা ও সার্কেলের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
খেলা পরিচালনা করেন কাপ্তাই উপজেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক মাহাবুব হাসান বাবু।