রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার তিন নং বাঙ্গালহালিয়া বাজারে (ডিস) ইন্টারনেট ব্যবসায়ী অংসিলা মারমা এর বাড়ীর রুমের খাটের পাশ থেকে ইন্দো-চীনা নামে দাঁড়াশ সাপ উদ্বার করা হয়েছে।
শুক্রবার (৫সেপ্টম্বর)বিকাল ৪টায় সংবাদ পাওয়ার পর বন বিভাগের বনকর্মী মো.হাসান তার দলবল নিয়ে উক্ত ব্যবসায়ীর ছেলে উনুমংএর খাটের পাশ থেকে বিশাল আকৃতির সাপটি উদ্ধার করে। বনকর্মী হাসান জানান, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে সাপটি উদ্ধার করি। এর আগে সাপটি খাটের পাশে দেখে পরিবারের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। সাপের ভয়ে আতংকে পড়ে পুরা পরিবার।
হাসান জানান উদ্ধারকৃত সাপটি নির্বিষ এবং মানুষকে ক্ষতি করে না। সন্ধ্যার পর সাপটিকে প্রাকৃতিক পরিবেশে পাশের বনে অবমুক্ত মুক্ত করে দেওযা হয়েছে বলে জানান।