রাঙামাটি জেলার কাঠ ব্যবসায়ীদের বৃহত্তর সংগঠন রাঙামাটি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড এর ১২তম ব্যবস্থাপনা পরিষদের নির্বাচনে বিপুল ভোটে ফের বিজয়ী হয়েছেন সভাপতি পদে আজম খান চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে শাওন ফরিদ।
৯ ডিসেম্বর শনিবার সকাল ৮টায় ভোট গ্রহন শুরু হয়ে বিকাল ৪টায় ভোট গ্রহন শেষ হয়। অনুষ্ঠিত নির্বাচনে ২১৪ ভোট পেয়ে সভাপতি আজম খান চৌধুরী সভাপতি নির্বাচিত ও ১৮৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হন শাওন ফরিদ।
সভাপতি পদে আজম খানের নিকটতম প্রতিদ্বন্ধি সাবেক কাঠ ব্যবসায়ি সমিতির সভাপতিও পৌর আওয়ামীগ সভাপতি হাজি মোঃ সোলয়ামান চৌধুরী পেয়েছেন- ১০৫ ভোট আরেক প্রতিদ্বন্ধী রির্বাভ বাজার ব্যবসায়ি সমিতির সভাপতি ও আওয়ামীলীগ নেতা হাজি আনোয়ার মিয়া ভানু পেয়েছেন ৬৭ ভোট।
সাধারণ সম্পাদক পদে ১৮৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছে সাবেক জাসদ নেতা,কবি ও গবেষক শাওন ফরিদ। তার নিকটতম প্রতিদ্বন্ধী জয়নাল আবদীন জুনু ১৪৭ ও দিদারুল আলম পেয়েছেন ৫৩ ভোট। সহসভাপতি পদে সাবেক পৌর কাউন্সিলর রবিউল আলম রবি ১৪৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার অন্যতম আব্দুল হাকিম ভোলা ৭৫ ভোট,মতিয়ার রহমান বিশ্বাস ৩৩ ভোট, শামীম আহমেদ ১৩১ ভোট পেয়েছেন।
সহ-সাধারণ সম্পাদক পদে বখতেয়ার হোসেন মুরাদ ২৮৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার সাথে লড়াই করা জাহেদুল ইসলাম তালুকদার ৫৫ ভোট, জহির আলম ৪৬ ভোট পেয়েছেন। অর্থ ও পরিকল্পনা সম্পাদক পদে শহীদুল্লাহ কাজল ২২৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী বখতেয়ার উদ্দিন চৌধুরী পেয়েছেন ১৬০ ভোট।
তথ্য ও প্রচার সম্পাদক পদে ২৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছে আরফান আলী। তার নিকটতম প্রতিদ্বন্ধী শফিউল আজম পেয়েছে ১৫০ ভোট। দপ্তর সম্পাদক পদে ২২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছে মানিক রত নাথ। নিকটতম প্রতিদ্বন্ধী আব্দুল মুনাফ পেয়েছে ১৫৬ ভোট।
সদস্য পদে ২৯৬ ভোটে বিজয়ী হয়েছেন মোঃ আলমগীর, ২৫৮ ভোট পেয়ে ইকবাল আহমদ, ২৩৯ ভোট পেয়েছে খোরশেদ আলম, ২২০ ভোট পেয়েছে নুর হোসেন রানা। এই পদে একমাত্র পরাজিত প্রাথী মোজাহেরুল ইসলাম ওয়াসিম পেয়েছেন ২০৫ ভোট।