জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহে রাঙামাটির কাপ্তাই উপজেলায় এইবছর শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছেন রাইখালী রিফিউজি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
কাপ্তাই উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ইদ্রিচ জানান, জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে এই বছর কাপ্তাইয়ে ১১ টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব বাছাই করা হয়। তৎমধ্যে শ্রেষ্ঠ বিদ্যালয় ক্যাটাগরিতে এই স্কুলটি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে।
রিফিউজি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কান্তি দে জানান, রাইখালী রিফিউজি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবারও কাপ্তাই শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় হিসাবে নির্বাচিত হয়েছে। এই বিদ্যালয় টি অত্র উপজেলার একমাত্র বিদ্যালয় যেখানে ৮ম শ্রেণি পর্যন্ত পাঠ দান কার্যক্রম চলমান।
উপজেলা শিক্ষা বিভাগ সুত্রে জানা যায়, এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কান্তি দে ২০১৯ সালে বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে সরকারি সফরে ইন্দোনেশিয়া ভ্রমণ করনে। এর আগেও তিনি ২ বার জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন। এছাড়া ও তিনি ২০২১ এশিয়ান হিউম্যান রাইট্স থেকে শান্তি পুরষ্কার সহ তিনটি পুরস্কার অর্জন করেন।
এদিকে প্রতিষ্ঠানটি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচন করায় প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, পরিচালনা কমিটি এবং অভিভাবকরা উপজেলা বাছাই কমিঠিকে ধন্যবাদ জ্ঞাপন করেন।