জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা ৯৩ তম জন্মদিন উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় নানা কর্মসূচী পালন করা হয়েছে।
এই উপলক্ষে মঙ্গলবার (৮ আগস্ট) সকাল ১১ টায় কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ কিন্নরী তে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহিউদ্দিন।
কাপ্তাই উপজেলা পরিষদ এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাছির উদ্দীন এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারজান হোসেন, কাপ্তাই থানার ওসি জসিম উদ্দিন এবং কর্ণফুলি সরকারি কলেজ এর অধ্যক্ষ এ এইচ এম বেলাল চৌধুরী।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী, কৃষি অফিসার ইমরান আহমেদ, কাপ্তাই খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিপু চন্দ্র দাশ, কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কাজী মোশাররফ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক একরামুল হক।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা।
পরে বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে ৫ জন অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয় এবং গত সোমবার অনুষ্ঠিত শিশু কিশোরদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এদিকে বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে কাপ্তাই তথ্য আপার আয়োজন বেলা ১২ টায় কাপ্তাই উপজেলা পরিষদ এর সম্মেলন কক্ষ কিন্নরী তে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।