রাঙামাটির বাঘাইছড়িতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলামকে সাময়িক অব্যহতি দেয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন মামুন বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় গণমাধ্যম কর্মীদের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগ বাঘাইছড়ি উপজেলা শাখা একটি ঐতিহ্যবাহী সু-শৃংখল সংগঠন, এই সংগঠনের ভাবমূর্তি বজায় রাখা বাংলাদেশ আওয়ামী লীগ পরিবারের সকল নেতা-কর্মীদের নৈতিক সাংগঠনিক দায়িত্ব।
আগামী ১৫ই জুন’২০২২ খ্রিঃ বাঘাইছড়ি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগ, বাঘাইড়ি উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক, মোঃ নজরুল ইসলাম নৈতিকতা বিরোধী, দলীয় শৃংখলা ভঙ্গ এবং সাংগঠনিক কর্মকান্ড বিরোদী কাজে জরিত থাকার সু-নির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগ, বাঘাইছড়ি উপজেলা শাখা এবং বাংলাদেশ আওয়ামী লীগ, বাঘাইছড়ি উপজেলা শাখার সভাপতি মন্ডলী ও সম্পাদক মন্ডলীর এক জরুরী সভার সিদ্ধান্ত মোতাবেক মোঃ নজরুল ইসলাম কে সাংগঠনিক পদবী ও সংগঠনের সকল কার্যক্রম হইতে সাময়ীক অব্যাহতি প্রদান করা হইল।