“শিশু বান্ধব শিক্ষা, স্মর্ট বাংলাদেশের দীক্ষা”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিলাইছড়িতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা,পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ২৯ মে) সকাল ১০:৩০ মিনিটে শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা হলরুমে শিক্ষা অফিসার নিখিলেশ চাকমা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: জামশেদ আলম রানা। এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আকতার হোসেন, বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার নিরালা কান্তি চাকমা।এছাড়াও বক্তব্য রাখেন প্রধান শিক্ষক রঞ্জন তঞ্চঙ্গ্যা,
ইয়াসমিন বেগম,উথোয়াইপ্রু মার্মাসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।আলোচনা শেষে একদিন আগে প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।