শনিবার , ৩১ ডিসেম্বর ২০২২ | ১৩ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কাপ্তাইয়ে দুইদিনে হাজারো পর্যটকের আগমন

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
ডিসেম্বর ৩১, ২০২২ ১:০০ অপরাহ্ণ

 

বছরের শেষ দুইদিনে রাঙামাটির কাপ্তাই উপজেলায় হাজারোও  পর্যটকের আগমন ঘটেছে। পর্যটকের আনোগোনায় মুখরিত কাপ্তাইয়ের সব বিনোদন কেন্দ্র।

শুক্রবার (৩০ ডিসেম্বর)  এবং শনিবার (৩১ ডিসেম্বর)  কাপ্তাইয়ের বিভিন্ন বিনোদন কেন্দ্রে গিয়ে দেখা যায়, কোথাও তিল ধরনের ঠাঁই নেই।

গত শুক্রবার বেলা আড়াইটায় কাপ্তাই ৪১ বিজিবি পরিচালিত ওয়াগ্গা রিভার ভিউ পার্ক এন্ড রেস্টুরেন্টে গিয়ে দেখা যায়, এই বিনোদন কেন্দ্রে উপচে পড়া পর্যটকদের ভীড়। অনেকে পরিবার পরিজন নিয়ে এসেছেন বেড়াতে। তাদের একজন চট্টগ্রাম চকবাজার এলাকার ব্যবসায়ী হাজী মহসিন । তিনি জানান,  আমাদের ১০ জনের টিম এইখানে বেড়াতে এসেছি । কর্ণফুলি নদীর ধারে অবস্থিত এই বিনোদন কেন্দ্রটি খুবই সুন্দর।   প্রকৃতির অপরুপ সৌন্দর্য মন্ডিত কর্নফুলি নদীর পাশে অবস্হিত এই বিনোদন স্পটে সব ধরনের সুযোগ সুবিধা পাওয়া গেছে। যা আমাদের  ভ্রমনকে আনন্দদায়ক করেছে।

কাপ্তাইয়ের বালুরচর এলাকায় কাপ্তাই-চট্টগ্রাম সড়কের গাঁ ঘেষে অবস্থিত আকর্ষণীয় পর্যটন ও বিনোদন কেন্দ্র প্রশান্তি পার্কে শনিবার (৩১ ডিসেম্বর) বেলা ১২ টায় গিয়ে দেখা যায়, এই কেন্দ্রে শত শত পর্যটকের আগমন ঘটেছে। এইখানে বছরের শেষ দিনকে স্বরণীয় করে রাখতে আর্কষণীয় রুপে সাজানো হয়েছে। থার্টি ফার্স্ট নাইটে এই বিনোদন  কেন্দ্রে কর্নসাট এর আয়োজন করা হয়েছে বলে জানান পার্কের ব্যবস্থাপক শাওন।

এই কেন্দ্রে ঘুরতে আসা  রাঙ্গুনিয়া শান্তির হাট এলাকার বাসিন্দা নিরব চৌধুরী, কুসুম বড়ুয়া  এই প্রতিবেদককে জানান, তাঁরা একসাথে ২০ জন  বেড়াতে এসেছেন। কাপ্তাইয়ের প্রাকৃতিক সৌন্দর্য দেখে তাঁরা মুগ্ধ।

শনিবার  (৩১ ডিসেম্বর) দুপুর ১ টায় কাপ্তাই শিলছড়ি হাজিরটেক নির্সগ রিভার ভ্যালিতে গিয়ে দেখা যায়, এইখানে ৯ টি পট হাউসের কোন টি খালি নেই। এই কেন্দ্রের ব্যবস্থাপক মাসুদ তালুকদার জানান, নান্দনিক কারুকার্যে কর্ণফুলির কোল ঘেঁষে তৈরী ৯ টি পট হাউস গত এক সপ্তাহ ধরে বুকিং।  এইখানে কায়াকিং করার পাশাপাশি আমাদের রেস্টুরেন্টে সুলভ মূল্যে নানা উপাদেয় খাবার পাওয়া যাচ্ছে।

এদিকে গত শুক্রবার কাপ্তাইয়ের অন্যতম বিনোদন কেন্দ্র কাপ্তাই নৌ বাহিনী ঘাঁটি শহীদ মোয়াজ্জেম কর্তৃপক্ষ পরিচালিত লেক প্যারাডাইস ও সেনাবাহিনী কর্তৃক পরিচালিত জীবতলী লেকশোর পিকনিক স্পট  গিয়ে দেখা যায় এইখানে শত শত পর্যটক। কোথাও তিল ধরনের ঠাঁই নেই।

লেকশোতে বেড়াতে আসা চট্টগ্রাম রাঙ্গুনিয়া  ৯২  এসএসসি ব্যাচের   শিক্ষার্থী সমর সিকদার ও মোঃ সেলিম   জানান, আমরা রাঙ্গুনিয়ার  ৯২ এসএসসি ব্যাচের বন্ধু এবং  পরিবার নিয়ে    লেকশোতে এসেছি। এটি যেন একটি স্বর্গ, এই কেন্দ্র হতে একসাথে কাপ্তাই লেক এবং পাহাড়ের অপরুপ সৌন্দর্য উপভোগ করা যায়।

কাপ্তাই উপজেলা বেসরকারি পর্যটন কেন্দ্র শিলছড়ি  বনশ্রী পিকনিক কেন্দ্রের পরিচালক প্রকৌশলী রুবাইয়েত আক্তার চৌধুরী জানান,  পর্যটন শহর কাপ্তাইয়ে প্রতিদিন ভ্রমন পিপাসুদের  আগমন ঘটছে। বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিনে কোন রিসোর্ট খালি থাকে না। তিনি আরোও জানান গত শুক্রবার এবং বছরের শেষ দিন শনিবার কাপ্তাইয়ে ২০ হাজারের অধিক পর্যটকের আগমন ঘটেছে।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মোঃ জসিম উদ্দিন  জানান,  কাপ্তাইয়ের অনেকগুলো বিনোদন কেন্দ্র আছে। প্রতিটি কেন্দ্রে প্রচুর পর্যটক আসে। তাই থানা পুলিশের পক্ষ হতে সবসময় পর্যটকদের নিরাপত্তা বিধান রাখার জন্য আমাদের পুলিশ সদস্যরা টহল আরোও জোরদার করেছেন।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সকল ধর্মের লোক এক ছিলাম বলে মুক্তিযূদ্ধে বিজয় এনেছি- এমপি দীপংকর

রাঙামাটিতে নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা উদযাপন

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদকে ভুঁইফোঁড় সংগঠন বলায় পিসিসিপি’র প্রতিবাদ

কেএনএফের বিরুদ্ধে বান্দরবানে মানববন্ধন করেছে নাগরিক পরিষদ

মৌমাছি পালন প্রশিক্ষণ বাস্তবায়নে সরঞ্জাম ও সেবার জন্য দরপত্র আহ্বান

কঠোর দারিদ্র্যকে পেছনে ফেলে লিচুবাগান থেকে আমেরিকা: স্বপ্নজয়ী নারী প্রিয়া চৌধুরী

রামগড়ে জাতীয় ভোটার দিবস পালিত

খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনী ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের জমজমাট ‘এক টাকার বাজার’

লংগদুতে ছাত্র অধিকার পরিষদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: