খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় সেনাবাহিনীর উদ্যোগে অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে চিকিৎসা সেবা দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর মহালছড়ি জোন। আজ বুধবার সকালে মহালছড়ি উপজেলার ধুমনিঘাট পনখিমুরা পাড়ায় এ মেডিক্যাল ক্যাম্পি করা হয়। এসময় চিকিৎসা সেবা নিতে আসেন নৃগোষ্ঠীর মানুষের লোকজন।
সেনাবাহিনী সূত্র বলেছে, পাহাড়ের দূর্গম এলাকা গুলোতে নিরাপত্তার পাশাপাশি অসহায় ও দুঃস্থ পরিবারের মানুষের মাঝে চিকিৎসা সেবা দিয়ে পূর্বেও দিয়ে আসছে, বর্তমান ও ভবিষ্যতে তা নৃগোষ্ঠীর মানুষের জন্য অব্যহত থাকবে।
কমিউনিটি ক্লিনিক আয়োজন করে, স্থানীয় জনগণকে বিনামূল্যে চিকিৎসা এবং ওষুধ সরবরাহ করে। এসময় নৃগোষ্ঠীর মানুষের মাঝে চিকিৎসা সেবা প্রদান করা হয়।


















