রাঙামাটিতে কিনা মোহন চাকমা অপহরণ ও হত্যা মামলার রায়ে তিন আসামির যাবজ্দন্ড এবং অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় অপর ৮ জনকে মামলা থেকে খালাস দিয়েছেন আদালত। দীর্ঘ প্রায় ১৯ বছর পর বুধবার (৬ আগষ্ট) দুপুরে আদালতে চাঞ্চল্যকর এ মামলাটির রায় ঘোষণা করেন রাঙামাটি জেলা ও দায়রা জজ মো. আহসান তারেক। ২০০৬ সালের ১ ডিসেম্বর জেলার জুরাছড়ি উপজেলা সদরে চাঞ্চল্যকর এ হত্যাকান্ড ঘটে।
আদালত সূত্র জানায়, কিনা মোহন চাকমা রাঙামাটি পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদের সদস্য ও জুরাছড়ি উপজেলা সদরের বাসিন্দা ছিলেন। ঘটনার দিন ২০০৬ সালের ১ ডিসেম্বর দুপুরে জুরাছড়ি থানার উপজেলা সদর হতে রাস্তার মাথা নামক স্থানে রাঙামাটি যাওয়ার পথে লঞ্চে ওঠার সময় আসামিরা তাকে অপহরণ করে নিয়ে যায়। তিনদিন পর ৪ ডিসেম্বর কিনা মোহন চাকমার লাশ উদ্ধার করে সেনাবাহিনী। এ ঘটনায় তার ছেলে প্রিয় কুমার চাকমা বাদী হয়ে জুরাছড়ি থানায় (মামলা নং-০১, তারিখ-০১.১২.০৬, জিআর-২৮৩/০৬) দায়ের করেন।
আদালতে রায় ঘোষণার সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি (পাবলিক প্রসিকিউটর) প্রতিম রায় পাম্পু এবং আসামিপক্ষের আইনজীবী ঊষাময় খীসা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, মামলার রায়ে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত ওই তিন আসামির যাবজ্জীবন কারাদন্ড এবং অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় মামলা থেকে অপর আট আসামির খালাস করে দিয়েছেন।