বান্দরবানের থানচি উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫০টিও অধিক দোকান ও বসতঘর পুড়ে গেছে। তবে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার (২৫ মার্চ) সকাল ৭টায় দিকে থানচি বাজারের এই অগ্নিকান্ড ঘটনাটি ঘটে। ক্ষয়ক্ষতি পরিমাণ কোটি টাকা বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
স্থানীয়রা জানান, থানচি বাজারের মায়া গেষ্ট হাউস থেকে মূলত প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তে মধ্যে আশপাশের দোকানগুলিতে ছড়িয়ে পড়লে ৫০টি অধিক দোকান ও ঘর পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিস দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনেন।
বান্দরবান ফায়ার সার্ভিস ষ্টেশন কর্মকর্তা নাজমুল হোসেন জানান, আগুনের নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস দুটি ইউনিট কাজ করে যাচ্ছে। আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে ক্ষয়ক্ষতি পরিমাণ এখনো জানা যায়নি।
উল্লেখ্য, এর আগে বুধবার ভোরে থানচিতে বলিপাড়া বাজারের ভয়াবহ অগ্নিকান্ডে ৫৩টি দোকানপাট পুড়ে ছাই হয়ে যায়। যার ক্ষয়ক্ষতি পরিমান ছিল ৮ কোটি টাকা।