মেহেরাজ হোসেন সুজন, নানিয়ারচর প্রতিনিধি।
রাঙাাটির নানিয়ারচর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪ ই মার্চ সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলুর রহমান।
এসময়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রগতি চাকমা, ভাইস চেয়ারম্যান নুরজামাল হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা মল্লিক, নানিয়ারচর জোনের ওয়ারেন্ট অফিসার মোঃ কামরুজ্জামান, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিল।
আলোচনা সভায় বক্তারা উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ আসন্ন পবিত্র মাহে রমজান মাসে দ্রব্য মূল্যে ন্যায্য দরের বেশি দাম না রাখতে পারে সে বিষয়ে তৎপরতা ও রমজান কেন্দ্র করে দ্রব্য মূল্যের ন্যায্য দাম না নিলে ব্যবস্থা নেয়া হবে বলে বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামুলক বক্তব্য দেন।