চলতি বোরো মৌসুমে রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। লক্ষ্যমাত্রার চেয়ে বেশী ধান উৎপাদন হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে। ফলে ব্যস্ততা বেড়েছে কৃষাণ-কৃষাণীর।
জানা যায়, কাপ্তাই উপজেলা রাইখালী এবং চিৎমরম ইউনিয়নে সবচেয়ে বেশী ধানের ফলন হয়েছে।
কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের রিফিউজি পাড়া, বড়খোলা পাড়ায় এবং চিৎমরম ইউনিয়নের আমতলী পাড়ায় সরজমিনে গিয়ে দেখা যায়, ধানের ব্যাপক সমারোহে ভরপুর সবুজ প্রান্তর। জমিতে জমিতে ধানের গন্ধে মৌ মৌ করছে চারপাশ। কৃষাণ -কৃষাণী ব্যস্ত ধান কাটায়। তবে গত বছরের মতো এই বছরও কৃষকরা ধান কাটার শ্রমিক সংকটে ভুগছেন বলে কৃষক উথোয়াই মং মারমা এবং কৃষক ইসমাইল হোসেন জানান।
কাপ্তাই উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মধুসূদন দে জানান, এই বছর কাপ্তাই উপজেলার ৫টি ইউনিয়নের প্রায় ৩২৬ হেক্টর জমিতে বোরো ধানের ব্যাপক ফলন হয়েছে। যার মধ্যে উফসী জাতের ব্রিধান-২৮ – ১৫০ হেক্টর, ব্রিধান-২৯ -৭৫ হেক্টর, ব্রিধান-৭৪ – ৮৯ হেক্টর, ব্রিধান – ৮৯- ৮০হেক্টর, ব্রিধান – ৯২- ৬০হেক্টর, হাইব্রিড জাতের হিরা – ৩ হেক্টর, এসএল ৮ এইস- ৬ হেক্টর, এসিআই ১- ৩৫ হেক্টর, হেক্টর সহ সর্বোমোট ৩২৬ হেক্টর জমিতে বোরো ধানের ফলন হয়েছে।
এই বছরের কৃষি বিভাগের লক্ষ্যমাত্রা ছিল ৯৬০ মেট্রিকটন। তবে এই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে পারে বলে কৃষি বিভাগ জানিয়েছেন।
ইতিমধ্যে উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে ধান কাটা শুরু হয়ে গেছে। এইবার ধানের ব্যাপক ফলন হওয়ায় কৃষকেরা আশানুরূপ ফলন গোলায় তুলতে পারবে বলে মাঠ পর্যায়ের উপ সহকারী কৃষি কর্মকর্তা অংছাই মং চৌধুরী এবং অনিমেষ প্রকাশ বড়ুয়া আশাবাদ ব্যক্ত করেছেন।