রবিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৫ | ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনের দাবিতে ঈদগাঁওয়ে মানববন্ধন

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
সেপ্টেম্বর ১৪, ২০২৫ ৮:২৯ অপরাহ্ণ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করণের দাবিতে কক্সবাজারের ঈদগাঁওয়ে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে প্রধান উপদেষ্ট ড. মুহম্মদ ইউনুস এর প্রতি আবেদন জানিয়েছেন ভুক্তভোগী জনতা।

রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ঈদগাঁও বাস ষ্টেশনে  এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেন বাস্তবায়ন কমিটি কক্সবাজারের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধন ও সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছাড়াও একাধিক  সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠন অংশগ্রহন করে।

মানববন্ধন পরবর্তী সমাবেশে বক্তারা বলেন- চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। প্রতিদিন অসংখ্য ছোট-বড় দূর্ঘটনায় পর্যটকসহ সর্বস্তুরের মানুষের মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। কেউ সন্তান হারাচ্ছে, কেউ পিতা-মাতাকে হারাচ্ছে। অনেকে পঙ্গুত্ব বরণ করে সারাজীবন দূঃসহ যন্ত্রণা ভোগ করছে। যুগের পর যুগ এ অবস্থা চললেও  কোন সরকার অতীব জনগুরুত্বপূর্ণ এ দাবিটি বাস্তবায়নে আন্তরিকতার প্রয়োজন অনুভব করেনি। ৩০ বছর আগে নির্মিত চট্টগ্রাম-কক্সবাজার সড়ক এখন অতিরিক্ত যানবাহন চলাচলের উপযোগি নয়। এ কারণে পর্যটন শিল্পের অগ্রগতি চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে। অর্ন্তবর্তী সরকারের আমলেই যেন এ সড়ক ৬ লেনে বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেন বাস্তবায়ন কমিটি ও ঈদগাঁও উপজেলা বাপা সভাপতি কাফি আনোয়ারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন কক্সবাজার সোসাইটির সভাপতি কমরেড গিয়াস উদ্দিন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কক্সবাজার জেলা শাখার সভাপতি এইচ এম এরশাদ, সাধারণ সম্পাদক করিম উল্লাহ কলিম, কক্সবাজার মহাসড়ক ৬ লেন বাস্তবায়ন কমিটির যুগ্ম আহবায়ক রুহুল আমিন সিকদার, সদস্য সচিব নাজিম উদ্দিন, সদস্য কামরুল হাসান, যুগ্ম আহবায়ক রুহুল আমিন সিকদার,আমরা কক্সবাজারবাসীর সভাপতি শফিনা আজিম, সাধারন সম্পাদক কামাল উদ্দিন, সম্মিলিত নাগরিক পরিষদ রামু সভাপতি কবি মোঃ আলম, রামু প্রেস ক্লাব সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, খেলাঘর কক্সবাজার জেলা সভাপতি কবি জসিম উদ্দিন, জাতীয় ইমাম সমিতি ঈদগাঁও উপজেলা সভাপতি মাওরানা এনামুল হক ইসলামাবাদী, ঈদগাঁও শ্রমিক কল্যান ফেডােশন সভাপতি আলী হোসাইন জিশান, ঈদগাঁও অনলাইন প্রেস ক্রাব সভাপতি মিজবাহ উদ্দীন, ছাত্র নেতা রহিম চৌধুরী ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা ঈদগাঁও উপজেলা সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন রবিন প্রমুখ।

আরও বলেন-চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দেশের একটি গুরুত্বপূর্ণ সড়ক। পর্যটননির্ভর কক্সবাজার শহর হওয়ায় এ সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করে। অথচ সরু মহাসড়কের কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, তৈরি হচ্ছে যানজট। তাই জনদুর্ভোগ লাঘবে এবং নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যোগাযোগ ব্যবস্থার স্বার্থে এই মহাসড়ককে ৬ লেইনে উন্নীত করা এখন সময়ের দাবি। চট্টলাবাসীর এ গণদাবি বাস্তবায়নে গড়িমসি করা হলে অবিলম্বে বৃহত্তর আন্দোলন সংগ্রামের ডাক দেয়া হবে।

মানববন্ধন ও সমাবেশে স্বতঃস্ফূর্তভাবে আরও অংশ গ্রহন করে- সম্মিলিত নাগরিক ফোরাম ঈদগাঁও, শামসুল আলম মানবিক ফাউন্ডেশন, ঈদগাঁও উপজেলা প্রেসক্লাব, ঈদগাঁও উপজেলা অনলাইন প্রেস ক্লাব, কক্সবাজার জেলা মাইক্রোবাস-কার মালিক সমিতি, জাতীয় ইমাম সমিতি ঈদগাঁও উপজেলা, কক্সবাজার জেলা ট্রাক মালিক গ্রুপ, কক্সবাজার অটোরিকসা, টেম্পু সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ঈদগাঁও শাখা। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ঈদগাঁও উপজেলা, কক্সবাজার ট্রাক মিনি ট্রাক (পিকআপ) শ্রমিক ইউনিয়ন, নাপিতখালী পরিবহন (ট্রাক) শ্রমিক ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!
%d bloggers like this: