সোমবার , ১৭ মার্চ ২০২৫ | ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

বাঙ্গালহালিয়ায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

প্রতিবেদক
উচ্চপ্রু মারমা, রাজস্থলী, রাঙামাটি
মার্চ ১৭, ২০২৫ ৭:৫০ অপরাহ্ণ

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও জুলাই আগস্টে ফ্যাসিস্ট শেখ হাসিনা পতনের আন্দোলনে সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

সোমবার (১৭ ই মার্চ) বিকালে রাঙ্গামাটি রাজস্থলী উপজেলার ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের বাঙ্গালহালিয়া উচ্চবিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এক মতবিনিময়, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়, মাহফিলে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসলমানরা অংশগ্রহণ করেন।

বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান মোল্লা’র সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাঙ্গামাটির জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার (দীপু) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নানিয়াচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এজাজ নবী রেজা, বিশেষ অতিথি রাঙ্গামাটি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমন, রাঙ্গামাটি জেলা বিএনপি সদস্য মিশাচিং মারমা, রাজস্থলী উপজেলা বিএনপির  সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ, রাজস্থলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মংঞোই মারমা , রাজস্থলী উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বাবলু মিয়া,রাজস্থলী উপজেলা বিএনপি প্রচার সম্পাদক ডালিম বড়ুয়া রাজস্থলী উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এমদাদুল হক মিলন রাজস্থলী উপজেলা বিএনপির সদস্য জিকু কুমার দে, রাজস্থলী উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ শামীম আহমেদ রুবেল, রাজস্থলী উপজেলা যুবদলের সদস্য সচিব উজ্জ্বল তংচগ্যা, রাজস্থলী উপজেলা ছাত্রদলের সভাপতি নাঈমুল ইসলাম রনি, রাজস্থলী উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল হামিদ, রাজস্থলী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ মিনহাজ, রাজস্থলী উপজেলা কৃষক দলের সভাপতি বিশু সাহা, রাজস্থলী উপজেলা কৃষক  দলের সাধারণ সম্পাদক মোঃ সুমন খান, রাজস্থলী উপজেলা জাসাস সাধারণ সম্পাদক আবু ইছা রিপন,    রাজস্থলী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম মোল্লা, রাজস্থলী উপজেলা ওলামা দলের সভাপতি কাজী আব্দুল হক, রাজস্থলী উপজেলা তাঁতি দলের সভাপতি মেদুসে  মারমা, বাঙাল হালিয়া ইউনিয়ন  সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব চৌধুরীসহ উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। ইফতার মাহফিলে শত শত ধর্মপ্রান রোজাদাররা উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলে বিএনপির স্থানীয় নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। দলীয় সংহতি ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। ইফতার শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য বিশেষ মোনাজাত করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত
%d bloggers like this: