তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে রাঙামাটিতে শুরু হলো ১০ দিনব্যাপী লোক ও কারুশিল্প মেলা। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে শহরের রিজার্ভ বাজারস্থ বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুস শুক্কুর স্টেডিয়ামে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাঙামাটির জেলা প্রশাসক মোঃ হাবিব উল্লাহ। মেলা চলবে আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত।
জেলা প্রশাসন রাঙামাটি পার্বত্য জেলা কর্তৃক আয়োজিত এই মেলায় প্রায় ১৫০টি স্টল বসেছে। মেলায় দূর-দূরান্ত থেকে আসা ব্যবসায়ীরা অংশগ্রহণ করেছেন। স্থানীয় ব্যবসায়ীরাও তাদের পণ্য নিয়ে স্টল সাজিয়েছেন। খাবার, পোশাক, জুয়েলারি, মাটির তৈরি সামগ্রী, বাচ্চাদের খেলনার স্টলসহ নানা রকম পণ্যের স্টল থাকছে। মেলার অন্যতম আকর্ষণ মাটির হাড়ি-পাতিলের স্টল, যা স্থানীয় ঐতিহ্য এবং সংস্কৃতির প্রতিনিধিত্ব করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ হাবিব উল্লাহ বলেন, তারুণ্যের উৎসব উপলক্ষে আমরা ইতোমধ্যেই বর্ণাঢ্য র্যালি আয়োজন করেছি। এই মেলা তারই একটি বড় অংশ। মেলার মূল স্লোগান ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’। এই উৎসবের মাধ্যমে তরুণ-তরুণীদের উদ্বুদ্ধ করে তাদের সৃজনশীলতাকে উৎসাহিত করতে চাই। তাদের ভেতরের অমিত সম্ভাবনাকে কাজে লাগিয়ে সমাজ, পরিবার এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জুলাই অভ্যুত্থানে ছাত্রদের আত্মত্যাগের যে বার্তা, তা তরুণ প্রজন্মের হাত ধরে বাস্তবায়িত হবে।
পুলিশ সুপার ডা. এসএম ফরহাদ হোসেন বলেন, মেলার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ২৪ ঘণ্টা দায়িত্বে থাকবে। দর্শনার্থীরা নিরাপদে মেলা উপভোগ করতে পারবেন। এই মেলা তারুণ্যের সম্ভাবনা ও সৃজনশীলতাকে উদযাপনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।
মেলা আয়োজকদের মতে, তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে মেলাটি একটি নতুন দিগন্ত উন্মোচন করবে। মেলা কেবল বিনোদনের মাধ্যম নয়, এটি স্থানীয় সংস্কৃতি ও কারুশিল্পের প্রচারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অংশগ্রহণকারী ব্যবসায়ীরা তাদের পণ্য প্রদর্শনের মাধ্যমে ব্যবসার যেমন সুযোগ বাড়াবে। ঠিক একই ভাবে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিকে মনে করিয়ে দিবে।