রাঙামাটি পৌরসভার আয়োজনে তিন’শ জনের ২৪ কিলোমিটার ম্যারাথন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামীকাল (শনিবার) সকাল ৬টায় কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট মাঠ প্রাঙ্গণ থেকে তিন’শ জনের ম্যারাথন দৌড় শুরু করে রাঙামাটি পৌরসভার সামনে এসে শেষ হবে।
পৌরসভা সূত্রে জানা যায়, ম্যারাথনে পুরুষ ও মহিলা মিলে ৩শ’জন অংশগ্রহণ করার কথা রয়েছে। গত ০৩ ডিসেম্বর ২০২৫ ম্যারাথনের রেজিষ্ট্রেশনের শেষ দিন ছিল। রেজিষ্ট্রেশন ফি জনপ্রতি ২শ’ টাকা নেওয়া হয়েছে। যেখানে প্রথম পুরস্কার পুরুষ- ১০ হাজার, মহিলা- প্রথম- ১০ হাজার টাকা। সর্ব নিন্ম পুরস্কার ৩ হাজার দেওয়া হবে। তবে সকল ফিনিশারদের জন্য মেডেল দেওয়ার সুব্যবস্থা রাখা হয়েছে।
জেলা প্রশাসনের (ডিডিএলজি) উপপরিচালক ও পৌর প্রশাসক মোবারক হোসেন বলেন, স্থানীয় ও দেশের বিভিন্ন এলাকা থেকে পুরুষ ও মহিলা মিলে তিন’শ জন ম্যারাথনে অংশগ্রহণ করার কথা রয়েছে। রাঙামাটি পৌরসভার আয়োজনে তিন’শ জনের এই ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। ম্যারাথনে আইনশৃঙ্খলাবাহিনী ও স্থানীয় সংবাদকর্মীগণ সহয়তার হাত বাড়িয়ে দিয়েছেন। আমি সকলের সহযোগিতা কামনা করছি। দৌড় শেষে পৌরসভার মিলনায়তনে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। ম্যারাথন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক নাজমা আশরাফী উপস্থিত থাকার কথা রয়েছে।


















