ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) কাপ্তাই সাংগঠনিক জেলা কমিটির উদ্যোগে রবিবার বিকেল ৫ টায় কাপ্তাই রিভার ভিউ ক্যাফে এন্ড পিকনিক স্পর্টে ‘গণমুখী প্রযুক্তিই গণমানুষের মুক্তি’ এ শ্লোগানকে সামনে রেখে সাংগঠনিক আলোচনা এবং ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আইডিইবি কাপ্তাই যুগ্ম সম্পাদক প্রকৌশলী আব্দুল আলীর সঞ্চলনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন আইডিইবি কাপ্তাই সাংগঠনিক জেলা শাখার সভাপতি ও ৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট (বিএসপিআই) কাপ্তাইয়ের অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদার।
বিশেষ অতিথির বক্তব্য দেন আইডিইবি চট্রগ্রাম আঞ্চল সহ-সভাপতি জাফর আহম্মদ সাদেক, যুগ্ম সম্পাদক আলাউদ্দিন চৌধুরী, সহ-সভাপতি সুজিত কুমার বিশ্বাস।
স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই আইডিইবি এর সাধারণ সম্পাদক ইমাম ফখরুদ্দীন রাজী।
এসময় আইডিইবির কাপ্তাই শাখার সদস্যগন উপস্থিত ছিলেন। পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।