বাঘাইছড়ি প্রতিনিধি।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের বাঘাইহাটে ১৭মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে সাজেক অদ্বিতি পাবলিক স্কুলে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অুষ্ঠান ২১মার্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাঘাইহাট সেনা জোন ৬ই-বেঙ্গল এর জোন কমান্ডার লে.কর্নেল মুনতাসির রহমান চৌধুরী পিএসসি ।
প্রধান অতিথি বলেন, বাংলার হাজার বছরের ইতিহাসে বঙ্গবন্ধু একজনই জন্মেছিলেন। যার জন্ম না হলে স্বাধীন বাংলাদেশের জন্ম হতো না। এজন্য ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনকে জাতীয় শিশু দিবস হিসেবে পালন করা হয় । বঙ্গবন্ধু শিশুদের অত্যন্ত আদর করতেন, ভালোবাসতেন। শিশুদের সাথে গল্প করতেন, খেলা করতেন। তিনি বিশ্বাস করতেন আজকের শিশুরাই আগামী দিনে দেশ গড়ার নেতৃত্ব দিবে।
তিনি আরো বলেন, ক্রীড়া শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক। প্রত্যেক শিক্ষার্থীর সাধারণ শিক্ষার পাশাপাশি খেলাধুলা করা প্রয়োজন। তার সাথে সাথে শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে সু-শিক্ষায় শিক্ষিত হতে হবে। বঙ্গবন্ধুকে আইডল হিসেবে গ্রহন করে নিজেকে তারমত করার অনু প্রেরনা নিয়ে পড়তে হবে। তরুণ প্রজন্ম এই মহান নেতার আদর্শ থেকেই সোনার বংলা গড়ার অনুপ্রেরণা লাভ করে। যারা বাংলাদেশকে বিশ্বাস করে মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করে তাদের মাঝেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকবেন জন্ম থেকে জন্মান্তরে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাঘাইহাট জোনের ভারপ্রাপ্ত জোন উপ উধিনায়ক মেজর মুক্তাদির, বাঘািইহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাক্যবোধি চাকমা, অদ্বিতি পাবলিক স্কুলের প্রধান শিক্ষক শাহাদাৎ হোসেন, সাজেক ইউপি সদস্য দয়াধন চাকমা, বাঘাইহাট বাজার কমিটির সভাপতি ডা. নাজিম উদ্দিনসহ শিক্ষার্থী অভিবাবক বৃন্দ। এসময় বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে প্রধান অতিথি পুরষ্কার বিতরন করেন।