মঙ্গলবার ( ২১ মে) সকাল ৮ টা হতে কাপ্তাই, রাজস্থলী ও বিলাইছড়ির তিন উপজেলায় ভোট গ্রহন চলছে। উপজেলা সদরে ভোটারদের উপস্থিতি একটু কম দেখা গেলেও গ্রাম এলাকার ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি অনেকটা ভাল।
কাপ্তাই সদরের বেশ কিছু কেন্দ্রে ঘুরে দেখা গেছে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি সন্তোষজনক। তবে সংশ্লিষ্টরা বলছেন বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়তে পারে। দুপুর পর্যন্ত তিন উপজেলার কোথাও কোন প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
জেলা প্রশাসক বলেন, আমি যে, কয়টা ভোট কেন্দ্র দেখেছি তাতে অত্যন্ত সুন্দর ও মনোরম পরিবেশে ভোটারা নিজ নিজ ভোট গ্রয়োগ করছে। কোথাও কোন সমস্যা দেখা দিলে সাথে সাথে ওই কেন্দ্রের ভোট গ্রহন বন্ধ করে দেওয়া হবে।
পুলিশ সুপার বলেন, তিন উপজেলায় শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন চলছে। পর্যাপ্ত পরিমাণে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়ন রাখা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট,পুলিশ, বিজিব, আনসার ভিডিপি সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহনের কাজে নিয়োজিত রাখা হয়েছে।
চেয়ারম্যান প্রার্থী আনোয়ারুল ইসলাম বেশী ও চেয়ারম্যান প্রার্থী মোঃ নাছির উদ্দীন একে অপরের বিরুদ্বে ২/৩ ভোট কেন্দ্রে ভোটকার চুপির অভিযোগ করে। তবে দুপুর পর্যন্ত কাপ্তাইসহ তিন উপজেলায় ভোট চলাকালিন সময়ে কোন অপ্রতীকর ঘটনার খবর পাওয়া যায়নি। উভয়েই রীতিমতো কেন্দ্র দখল ও জাল ভোট নিয়ে আশংকা প্রকাশ করে। তারা দু’ জনেই জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।
মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বিউটি হোসেন ও পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাই খোকন বলেন, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ফারজানা ইসলাম পপি ভোটকেন্দ্র গন্ডগোল করার চেষ্টা করছে। সুষ্ঠু নিরপেক্ষ শান্তিপূর্ণ ভোট হলে জয়ের ব্যাপারে কতভাগ আশাবাদী।
ভোটারা বলেন, কোন প্রকার ঝায় ঝামেলা ছাড়াই তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠিত হচ্ছে। কোন ধরনের চাপ বা হয়রানি ছাড়াই নিজের ভোট নিজে দিতে পেরে আনন্দিত হয়েছি।
তিন উপজেলায় মোট ভোটার সংখ্যা- ৯২৩৯৫। কাপ্তাই উপজেলা -৫৯৫২৮, রাজস্থলী উপজেলায় -২০৮৬৭ ও বিলাইছড়ি উপজেলায়–১২০০০।